Thursday, October 22, 2015

বেকিং নিউজ



২০/১০/২০১৫ রোজ মঙ্গলবার রাত ৮ঘটিকায় নাজমুল ভাই ও জসিম ভাই আমার সাথে মিলিত হয়েছেন এবং সন্মানিত দুই বড় ভাই অনুরোধ করেছেন, ওনাদের বিরুদ্ধে আমার দেওয়া অভিযোগ টি তুলে/উঠিয়ে নিতে। ওনারা আমাকে কথা দিয়েছেন -- এবারের মিশন আমার বন্দু জাবেদকে নিয়ে। জসিম ভাই বললেন - জাবেদের কেমন মেয়ে পছন্দ। আমি যতটুকু যানি বা বলার সবটুকুই উনাদের সাথে শেয়ার করলাম। সর্বশেষ নাজমুল ভাই আমাকে বললেন -- আমি জাবেদর ব্যাপারটা মথায় নিলাম প্রয়োজনবোধে আমার শালিকাকে দিবো। ওনাদের কথার উপর আমার আস্তা আছে এবং আশা করছি আগামী ৩/৪ মাসের মধ্যে আমরা জাবেদের বিয়ের অনুষ্ঠান দেখবো । আপনাদের সবার ওনাদের উপর আস্তা আছে কিনা জানাবেন -----

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss