২০/১০/২০১৫ রোজ মঙ্গলবার রাত ৮ঘটিকায় নাজমুল ভাই ও জসিম ভাই আমার সাথে মিলিত হয়েছেন এবং সন্মানিত দুই বড় ভাই অনুরোধ করেছেন, ওনাদের বিরুদ্ধে আমার দেওয়া অভিযোগ টি তুলে/উঠিয়ে নিতে। ওনারা আমাকে কথা দিয়েছেন -- এবারের মিশন আমার বন্দু জাবেদকে নিয়ে। জসিম ভাই বললেন - জাবেদের কেমন মেয়ে পছন্দ। আমি যতটুকু যানি বা বলার সবটুকুই উনাদের সাথে শেয়ার করলাম। সর্বশেষ নাজমুল ভাই আমাকে বললেন -- আমি জাবেদর ব্যাপারটা মথায় নিলাম প্রয়োজনবোধে আমার শালিকাকে দিবো। ওনাদের কথার উপর আমার আস্তা আছে এবং আশা করছি আগামী ৩/৪ মাসের মধ্যে আমরা জাবেদের বিয়ের অনুষ্ঠান দেখবো । আপনাদের সবার ওনাদের উপর আস্তা আছে কিনা জানাবেন -----
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment