Tuesday, October 20, 2015

বুঝলাম না সবার কি কষা নাকি!!!!



বুঝলাম না সবার কি কষা নাকি!!!!
সবাই ইসুপ গুল আর পেঁপে খাওয়াতে বিজি নাকি!!!!:)
পেজ এ সদস্য সংখ্যা এখন পর্যন্ত ৫৩৮
প্রতি পোস্ট এ পছন্দ পড়ে গড়ে ৩০ থেকে ৪০।
কেন ভাইয়ারা?!?!? আপারা আপনাদের বিয়োগ দিয়ে বলছিনা

আচ্ছা বাদ দেন।

অন্যান্য সি. এস. এম. পেজ এর বড় ভাই আপাদের পাশাপাশি
পপুলার হসপিটালের ৬৬০ নং কেবিন এ আমার উপস্থিতি ও জানি্যে আসলাম।


সবার মুখে শোনা কথা ভুল প্রমান করে দিয়ে
রেজা ভাই প্রথম দেখায় আমাকে সাথে সাথে তার বুকে জড়িয়ে ধরেনি!!!!!

ভাইরে ভাই, ৩০ সেকন্ড পরেই আকস্মিক ভাবে জড়িয়ে ধরল
সেকি!!! ভাইত আমারে আর ছাড়েনা!!!! কিছু কইতেও পারিনা


ওখানে নিয়ম করে যাওয়া আতিক ভাই, অপু ভাই, জাভেদ ভাই, আরিফ ভাই,
আর আপেল/ভাই এর সাথে দেখা ও হালকা কথা বিনিময় হলো।

আর বেশি কিছু লিখবনা (ভেবে নিন)।

সবার পা কাঁপছে
গন্তব্য লাল ফিতা
ভাইয়ারা আপারা পা কাঁপলে হবেনা
রেস এ যখন নাম লিখিয়েছেন
ঐ ফিতা ছুতে হবেই

হামিদ স্যার ( পি.টি.) বাঁশি বাজিয়ে দিয়েছেন।

# হামিদ স্যার যেখানেই আছেন, আমাদের দোয়া ঠিক পৌঁছে যাবে।
# তারিক ভাই পোস্ট এ আপনার নাম নিলাম না, এ সব কিছুই আপনাকে আগের মতো দেখার জন্য । আপনি ঠিক ভালো হয়ে উঠবেন।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss