Tuesday, October 20, 2015

কেমন যেন সব গা সওয়া হয়ে গিয়েছে


কেমন যেন সব গা সওয়া হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন এটাই হওয়ার কথা,এটাই স্বাভাবিক। অপু ভাইয়ের সাথে ১৭ বছর পর আজ দেখা হলো অথচ কোন বাড়তি উচ্ছাস নেই জাস্ট কোলাকুলি, রাজনের (মরহুম সাহ আলম কাকার ছেলে) সাথে কত বছর পর দেখা তার কোন হিসেব নেই, তার সাথেও সেই কোলাকুলি। কিছুক্ষন হাল্কা কথা বারতা, খুন্সুটি। সিএসএম এর আরো কয়েকজন ছিলো আজ সন্ধায় আমার সাথে, আমাদের ভাবসাব এমন, যেন মনে হচ্ছে আড্ডা মেরে একটু পর কলোনির যার যার বাসায় ফিরে যাবো।
Mahabub Rashel আজ একটি কমেন্টসে আমাকে সফল উদ্যেক্তা বলেছে। আমি সফল উদ্যেক্তা কিনা জানিনা তবে এই গ্রুপ চালু হওয়ার আগে কলোনি নিয়ে স্মৃতিচারনা মুলক এলোমেলো লিখা গুলো সফল, অই লিখা গুলো থেকেই আমি সবাইকে আবার কাছে পেয়েছি।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss