Monday, October 19, 2015

গন্তব্য "পপুলার হাসপাতাল"



শাদা বুনো হাসের পাখনায় ভড় করে গাংচিল আর উড়ন্ত চিলের পথনির্দেশনায় সাগর নদী খাল বিল পাহার পর্বত ঘাস ফুল পার হয়ে যখন পেলাম গন্তব্য এর দেখা তথখনে দুপুর যায় যায়, এ কি দেখি চারিদিক থেকে পিপিলিকার মতন মানুষ আর মানুষ এর আনাগুনা।
একজন কে ঘিরে দাড়িয়ে থাকা বসে থাকা বুড়া মিয়া জুয়ান মিয়া মুঠা বাবু পাতলা দিদিজান বুবুজান চাদসুলনা আর নাম না যানা কত সুন্দরী আর সুন্দর মানুষ গুলু যাদের বুকে গভির ভালবাসা আর মনে মনবল সুন্দর কিছু একটা করার।
কথা হল দেখা হল কিন্ত কেউ চিনলা।

কিছু একটা টের পেলাম,,
তুমরাও কি পেলে????

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss