CSM পেজ এর প্রথম দিকে আতিকের একটা কমেন্টস এ বুবু আর রফিকের একটা ঝগড়ার বিসদ বিবরন পড়ে বন্যা সম্পর্কে একটু অন্য রকম ধারনা ছিল, যার প্রতিফলন হিসাবে আগে বিভিন্ন কমেন্টস করার সময় আমি বুবুকে এরিয়ে যাওয়ার চেষ্টা করতাম,তারপর একটু স্বাভাবিক হয়েছিলাম কিন্তু পুরাপুরি না,জসিম নাজমুল ঢাকা যাওয়ার পর দৃষ্টি ভংগি পুরাপুরি চেন্জ, আজকের ফনোলাপ তা তো লা জবাব , মনে হয় নাই কোন দিন কথা বলি নাই বা দেখি নাই, আরে বোন হতে কি এক মা এক বাবা লাগে ? বোন সেই হয় যার মন বিশাল, আমার মেঝ বোন দুই বছর আগে মারা গিয়ে পাঁচ বোন থেকে একটা জীবিত বোনের সংখ্যা কমে গিয়েছিল, আজ হতে আমার পাঁচ জীবিত বোন রইল
( আমার মেঝ বোনটাও ৮৮ ব্যাচ)
যুগ যুগ জিও বুবু
( আমার মেঝ বোনটাও ৮৮ ব্যাচ)
যুগ যুগ জিও বুবু
No comments:
Post a Comment