এক সময় জসিম ভাই আমার টিচার ছিলেন (এখনো জসিম ভাই কে টিচার /গাইড /বড় ভাই মনে করি) অবশ্য সেই কথা আমার নিজেরই তেমন একটা মনে নাই
জসিম ভাই যখন বেচে ছিল ( বিয়ের পরের জীবন ছেলেদের জন্য অনেকটাই মৃত মানুষের মতোই ) তখন কোন এক সময় আমাকে একটা ছেড়া ডায়েরি দিয়ে যান। কাকতালীয় ভাবে সেই ডায়েরি তে লিখা কবিতা গুলোর সাথে আমার জাবেদ ভাই এর লিখা কবিতার অদ্ভুত মিল পেয়ে যাচ্ছি। আজ জাবেদ ভাই & জসিম ভাইয়ার ডায়েরি থেকে নেয়া কবিতা গুলো সবার সাথে শেয়ার করছি ।
জসিম ভাই যখন বেচে ছিল ( বিয়ের পরের জীবন ছেলেদের জন্য অনেকটাই মৃত মানুষের মতোই ) তখন কোন এক সময় আমাকে একটা ছেড়া ডায়েরি দিয়ে যান। কাকতালীয় ভাবে সেই ডায়েরি তে লিখা কবিতা গুলোর সাথে আমার জাবেদ ভাই এর লিখা কবিতার অদ্ভুত মিল পেয়ে যাচ্ছি। আজ জাবেদ ভাই & জসিম ভাইয়ার ডায়েরি থেকে নেয়া কবিতা গুলো সবার সাথে শেয়ার করছি ।
ভালোবাসা
তোমাকে ধন্যবাদ,
তুমি আমাকে অপেক্ষা করতে শিখিয়েছো,
তোমাকে ধন্যবাদ,
তুমি শিখিয়েছো পুড়ে অঙ্গার হয়েও
কি করে বেঁচে থাকতে হয়। ( জাবেদ ভাই )
তোমাকে ধন্যবাদ ,
আমার ছন্নছাড়া কবিতায় ছন্দ এনে দেয়ার জন্য ।
তোমাকে ধন্যবাদ
আমার গিটারের সুরের মুর্ছনায়
জনসমুদ্র কে ভাসিয়ে দেয়ার জন্য ।
একাকিত্ব কে উপভোগ করার সুযোগ দেয়ার জন্য ,
তোমাকে ধন্যবাদ
জীবনের সব আবেগ গুলো কে ছুটি দিতে পারার জন্য ।
তোমাকে ধন্যবাদ।
লজ্জায় অপমানে জর্জরিত হয়েও
তোমার ঠোটে বিজয়ের হাঁসি
দেখার সুযোগ দেয়ার জন্য
তোমাকে ধন্যবাদ।
No comments:
Post a Comment