আমাদের ইমোশনাল আইকন একরাতে অতি মাত্রায় ইমোশনাল, কি করবেন বুঝে উঠতে পারছেন না !!! কি আর করা একা এলোমেলো ভাবে হাটতে হাটতে খাল পাড়ের দিকে চললেন, এমন সময় তার সাথে দেখা একজন আনসার ভাইয়ের। আনসার ভাই হাতে রাইফেল নিয়ে হেটে হেটে আসছেন, সম্ভবত তার ডিউটিতে যাচ্ছিলেন। দুইজন মুখোমুখি হতেই ইমোশনাল আইকন আনসার ভাইকে বলে উঠলেন,
ইমোশনাল আইকন.........: ওডা তোর বন্দুকর মইধ্যে গুল্লি আছে নারে ? গুল্লি গরিত ফারচ না তুই ?
আনসার ভাই.....................: আপনার সমস্যা কি ? এদিক সেদিক না ঘুরে বাসায় যান।
ইমোশনাল আইকন.........: ( এরপর আনসার ভাইয়ের হাতে থাকা বন্দুকের মাথাটা তার বুকে ধরে বললেন) ওডা ছাই তুই গইল্লা ফারছ, আর এই জাগাত উগগো গুল্লি গর !!!!
আনসার ভাই.....................: ভাই আপনি এমন করছেন কেন? আপনার অবস্থা খারাপ, বাসায় যান, আমার ডিউটি লেট হয়ে যাবে।
ইমোশনাল আইকন.........: আর খতার কোন দাম নাই তোর কাছে ? ওডা ...............(সেন্সর্ড)............ গুল্লি গইরতাম কইজ্জি, গুল্লি গর !!!"
আনসার ভাই.....................: ( আনসার ভাইতো থতমত খেয়ে গেলো, সে জোরাজুরি করে বন্দুকটা ইমোশনাল আইকনের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছিলো) ভাই ছাড়েন, ভালো হবে না কিন্তু।
ইমোশনাল আইকন.........: ......(সেন্সর্ড)...... কি কইলিযে তুই !!! ( এই বলে জোরে একটা হেচকা টান দিয়ে আনসার ভাইয়ের হাত থেকে বন্দুকটা নিয়ে নিলেন )
এর পর ঠুস করে করলেন আকাশের দিকে একটা গুলি !!!!, গুলির শব্দে ভয় পেয়ে, রাইফেল ফেলে অন্ধকারের মধ্যে দুইজন দুইদিকে দৌড় !!! হা হা হা
No comments:
Post a Comment