Friday, November 6, 2015

তিন টাকা দামের ইকোনো কলম



যদি ভুল না হই তাহলে আমার ধারণা আমাদের জেনারেশনের সবার লেখার শুরু হয়েছে তিন টাকা দামের ইকোনো কলম দিয়ে । কয়েক কালারের কলম, উপরে কালো একটা ক্যাপ, ক্যাপের সাইডে একটা চিকন ডান্ডা । ঐটা কামড়াইয়া ফার্ষ্টের দিন ই বাকা কইরা ফেলতাম ।

এই ইকোনো কলম উলটা করে কিছুক্ষণ রাখলেই কালি পড়ত । এই কালিতে স্কুলের শার্ট প্যান্টের পকেট ভরায় নাই এমন পোলাপাইন মনে হয় না খুব একটা পাওয়া যাবে । তবে কিছু কিছু কলমের কালিতে আবার সেন্ট মারা থাকত । ঐগুলা নরমালি পাওয়া যাইত না । মেলা টেলা হইলে পাওয়া যাইত ।


যাদের বাবা ডাক্তার ছিল তাদের কাছ থেকে ওষুধ কোম্পানির সিল ওয়ালা তিন চার শিষ ওয়ালা কলম পেতাম । একেক ক্লিকে একেক কালারের শিষ বের হত । কারো কাছ থেকে পাইলে ওইগুলা নরমালি স্পেশাল কিছু লেখার জন্য রাইখা দিতাম । আর পরীক্ষার সময় ইউজ করতাম রেড লীফ । আট টাকা দাম ছিল মে বি । দুই টাকা ছিল শিষের দাম ।

কিছু লোকাল পেনসিল আর রাবার পাওয়া যাইত । এর মধ্যে বিভিন্ন কালারের কিংবা ফ্লেভারের রাবার পাওয়া যাইত । ঐগুলা অনেক বাসার বাচ্চা কাচ্ছা খাইয়া ও ফেলত । তবে পেন্সিলের পিছনে একটা ডিফল্ট রাবার একটা পাতল টিনের খোপে থাকত । ঐটা কামড়াইতে গিয়া কতবার যে ঠোট কাটছি আল্লাহ ই জানে ।

তয় যুগ এখন বদলাইছেন । এখন এই ব্র্যান্ডগুলার একটা পাওয়া যায় না । এখন চলে ম্যাটাডোর, সেলো গ্রিপ এইগুলা । তার উপ্রে এখন তো টাইপিং এর যুগ । এখন আর চিঠি লিখি না কাউকে, লিখি মেইল । বেশী দরকার হলে ফোন । সিভি টিভি সব টাইপ করে সেন্ড করা লাগে । লেখার নেসেসিটি বলতে গেলে এখন নাই ই ।

এখনের যুগ ডিজিটাল, আমরা ডিজিটাল, কলম পেনসিল নিয়া ভাবার টাইম নাই । এরপরে ও পোলাপাইন আড্ডায় বসলে ঐগুলা নিয়া আলোচনা হয় । মোবাইল কিংবা কম্পিউটারে গেইম এইগুলা মেইন ষ্ট্রীম থাকলে ও ক্লাসের ফাঁকে ফাঁকে অফ টাইমে স্যারদের টেবিলের উপরে কলম দিয়ে পেন ফাইট খেলার এক্সপিরিয়েন্স এখনো অনেক আড্ডার হট টপিক ।

সত্যি বলতে আমাদের সময় এইসব সস্তা খেলা খেইলাই পোলাপাইন মানুষ হইত । আর এখন মোবাইল আর কম্পিউটারে দামী দামী গেইম খেইলা পোলাপাইন রোবট হইতাছে । জানি যুগের ট্রেন্ড এগুলা । তবু ও মাইক্রোসফট ওয়া্র্ডের হাজারটা ফন্টের চেয়ে আমার ইকোনো এর হিজিবিজি ফন্ট টাই এখনো বেশী সুন্দর ।

অ্যাট লিষ্ট ঐ কালির অক্ষরগুলোতে জীবনের অনেক স্বপ্ন কিংবা কল্পনা ছিল, যেটা টাইপের অক্ষরগুলাতে এখনো পাইনি । এবং কখনো পাবো ও না । হাজারো রঙের কলম আর হাজারো ফন্টের ভীড়ে এখনো ইকোনোর লেখা স্বপ্নগুলোই ইউনিক । 

।সংগৃহীত ও সম্পাদিত।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss