দুঃখটা হলো, ছোট বেলায় কখনো নিজের সাইজের জামা, প্যান্ট, জুতা পরতে পারি নাই
আর যতদিনে এইগুলো আমার সাইজের হতো, ততদিনে জামা, প্যান্ট, জুতা স্ক্রাফ হয়ে যেত এবং বাতিলের খাতায় চলে যেত ।
করন যখনি জামা, প্যান্ট, জুতা কিনতো, এক বা দুই ইঞ্চি বড় কিনতো !!!!
কারনটা সবার'ই ভালো করে জানা আছে ..................
একবার মনে আছে, তখন বুট স্টাইলের জুতার ফ্যাশন চলছে, আমি ঈদের সময় প্রায় এক সপ্তাহ চিল্লাচিল্লি করে, ৩/৪ বার নিউ মার্কেটে গিয়ে চকলেট কালারের CAT এর ওই জুতাই কিনেছিলাম, যত জুতাই দেখাক না কেন, ওইটাই লাগবে আমার দাম ছিলো ১৯৯১/৯২ সালে প্রায় ১৭০০ টাকা।
কিন্তু সেই কষ্ট !!!! এত দাম দিয়ে জুতা কিনে দিবে ৪/৫ বছরতো চলতে হবে, তাই আমার পায়ের চেয়ে একটু বড় সাইজের'ই কিনা হল।
বাহ...বাহ... আমিতো দারুন খুশি সাইজ বড় ছোট কোন ব্যাপার না !!! সারাদিন এই বুট পরে ঘুরি, এমনকি এইটা পরে ফুটবলও খেলেছি !!!! স্কুলে যাই কিন্তু পায়ে এই জুতা থাকে, মাঝে মধ্যে হাফপ্যান্ট পরে যখন এই জুতা পরতাম, আমাকে কেমন দেখা যেত, যারা দেখেছে তারাই ভালো জানবেন, আমি মানুষটা ছিলাম তিন হাত লম্বা, আর জুতা ছিলো এক হাত লম্বা !!!! হা হা হা

No comments:
Post a Comment