Wednesday, December 9, 2015

৯১ এর পরে স্টিল মিলের ক্রান্তিকাল শুরু হয়

- Atiq CSM

৯১ এর পরে স্টিল মিলের ক্রান্তিকাল শুরু হয়, কর্মী দের বেতন অনিয়মিত হতে থাকে। কৃচ্ছতা সাধনের জন্য ৯৪ এ মুস্তাফিজ কমিশন নামে এক প্রজেক্ট এর মাধ্যমে অনেক লোক ছাটাই করা হয়। অনেকেই কলোনি থেকে অকালে বিদায় নেন। তারপর ও মিলের দুর্দিন শেষ হয়না। খুড়িয়ে খুড়িয়ে চলতে থাকে, এমন ও হয়েছে শেষ দিকে ৫/৬ মাসের বেতন বকেয়া হয়ে যায় কর্মী দের। একেক টি পরিবারের সংসার চালানো কষ্ট হয়ে যায়। যাদের গ্রামের অবস্থা ভালো ছিলো তারা গ্রাম থেকে টাকা পয়সা এনে চলতে থাকলেন, কারো পাশে এসো দাড়ালো তাদের মামা চাচারা কেউ কেউ ধার কজ' করে চলতে থাকলেন। 

কিন্তু কারো জীবন থেমে থাকেনি,আমার জানামতে কারো লেখাপড়া বন্ধ হয়নি, বন্ধ হয়নি বিয়ে শাদির মত সামাজিক অনুষ্ঠান, সমান তালে চালিয়ে গিয়েছি আমাদের বাঁদরামি, খেলাধুলা এমনকি প্রেম ভালোবাসাও বাদ যায়নি। এক সময় সব শেষ হয়ে যায়। জীবনের তাগিদে আমরা একেকজন একেক দিকে ছড়িয়ে পড়ি। এতটুকু জানি ছোট বড় যাই হোক সংগ্রাম করে আমরা সম্মানের সাথেই জীবন ধারন করছি।


কদিন পরেই আমাদের গ্রান্ড আড্ডা হবে, জানিনা এতে মোট কত খরচ হবে, তবে খরচ যাই হোক না কেনো এ অনুষ্ঠান ইনশাল্লাহ সফল হবেই। আমরা অনেক ক্রাইসিসের ভিতর দিয়ে অনেক সংগ্রাম করে জীবনে সম্মানের সাথে প্রতিষ্ঠিত হতে পারলে, শুধু মাত্র একদিনের জন্য এই গ্রান্ড আড্ডা অনুষ্ঠান টিও সফল করতে পারবোই ইইনশাল্লাহ।
আমরা করবো জয়,
আমরা করবো জয়...
এক দিন...
বুকের গভীরে আছে প্রত্যয়...

আমরা করবো জয় একদিন!

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss