Monday, December 28, 2015

কোরবান আলী

- Anawarul Hoque

কোরবান আলী। বয়সে আমাদের বড়। অনেকটা আদু ভাই। আমরা পাইছি class six এ।

কখনও কোন ক্লাসে কোন স্যার না আসলে অন্য স্যার এসে পড়ালেখার চেয়ে গল্প করতেন বেশী। এসব ক্ষেত্রে বদরুল ছিল আমাদের প্রথম পছন্দ। ১৯৮৫ (class 5) সালে উরির চরে ঘুর্নি ঝড়ের পর থেকে বদরুল আমাদের এসব ক্লাসে একটা গান প্রায়ই শুনাত। " ভাসেরে ভাই মানুষ ভাসে......"। কথাগুলো ঠীক মনে নাই।

class six এ এমন একদিন আবিনাশ স্যার আসলেন। সময় কাটানো যায় কি ভাবে। সবাই বলে উঠল বদরুলের গান হয়ে যাক। বদরুল মনে হয়ে তৈরী হয়েই ছিল। শুনলাম " ভাসেরে ভাই ...."। সময় তো শেষ হয়নি। এবার? স্যার কোরবানের নাচ। কোরবান তো শরমে গরম। সবাই অনুরোধ করে, স্যারও বলেন আরে একটু....। শেষ পর্যন্ত কোরবান সামনে এসে হাত পা ছড়িয়ে এমন পোজ দিল, সবাই এক সাথে হো হো করে উঠল। আর ঘন্টাও বেজে গেল।


অনেক সময় জহিরের নিজের বানান গল্পও শুনতে হত ....

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss