Tuesday, December 29, 2015

সি এস এম কলোনির বড় ভাইদে দৃষ্টি আকর্ষণ করে একটা প্রস্তাব করতে চাই


সি এস এম কলোনির বড় ভাইদে দৃষ্টি আকর্ষণ করে একটা প্রস্তাব করতে চাই।

আমাদের অনুষ্ঠানে যদি কিছু মানুষ কে সম্মাননা করা যায়,তবে কেমন হবে? যারা আমাদের সি এস এম কলোনিতে বিভিন্ন সেবা মুলুক কাজের মাধ্যমে আমাদের মাঝে আজও পরিচিত। আমি কিছু মানুষ এর নাম উল্লেখ করছি।

১.বাদল (কলোনিতে পেপার বিলি করতো)।
২.নাম মনে নেয় (জেক্স এর পাশে জুতা শেলাই করত)।
৩.বাচ্চু (টাংকির নিচে ২/১ টাকা সাহায্যের জন্য বসে থাকত)।
৪.আব্দুর লতিফ (ওয়ারকার ক্লাব এর কেয়ারটেকার দায়িত্ব ছিল)। 

আর অনেকের নাম আসা করি আসবে।


আমার প্রস্তাব টি বিবেচনা করার জন্ন্য বিনীত অনুরোধ করছি।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss