Tuesday, December 29, 2015

ঢাকা মিটিং


Csm কে কেন্দ্র করে গড়ে উঠা আড্ডায় যেতে সব সময় ভালো লাগে । আড্ডা শেষ করে ফিরতে রাত হয়ে যায়, অবশ্য আমি তো দৈত্য (Datta) রেই ভয় পাইনা আর একটু রাত হলেইবা কি যায় আসে? যাই হোক এইবার আড্ডা নিয়ে আতিক ভাই ছাড়া আর কেউ লিখলো না। এইবার আড্ডায় Samee (ভাই) দেখলাম কিন্তু বৌ দেখলাম না । বৌ না থাকলেও Kazi কিন্তু হাজির ছিল। Ripon ভাই কে দেখলাম Kamar দোলাতে দোলাতে আসলো। 

শুরুতেই কোন একটা কারনে Reza ভাই আমাদের উপর একটু চড়াও হয়ে হয়ে ব্যাট করছিলেন, Abdullah ভাই না থাকলে আমাদের যে কি হতো ? উনি সব সময় আমাদের বাচিয়ে দেন, সব সময় স্বভাব সুলভ ভঙ্গিতে Hasan. রেজা ভাই আপনি সবাই রে খুশি করতে পারবেন না এইটা সুন্দরি আনোয়ারা ও পারেন নাই আপনিও পারবেন না বলে যে ডায়লোগ টা ছেড়ে আমাদের বাচিয়ে দিলেন কিন্তু সুন্দরি আনোয়ারা তা কে বললেন না grin emoticon সব চেয়ে বেশি মজা পাচ্ছিলাম অবশ্য Rakib ভাইয়ার ছবি তুলতে গিয়ে, একটু বিব্রত হচ্ছিলাম আমার আই ফোন কাভার করতে পারছিল না tongue emoticon @রফিক ভাইয়ার সাথে ছবি তুলতে ইচ্ছে করছিল কিন্তু আড্ডা জমে উঠায় সেই দিকে আর যেতেই পারিনি। Shormi এসে স্বরনিকার কাজ ধরিয়ে দিলো, টলি ভাই রে অনেক মিস করলাম জিরো ফিগার এর ভাইজান কি Khan খুব দেখতে ইচ্ছে করে ? grin emoticon 


টলি ভাই এর অনেক এনার্জি, কত চোর ছেচ্চর রে Manush করেন আর আমাদের হেল্প করতে পারবে না এইটা হতেই পারে না। জাবেদ ভাই পাশে থাকলে রিপন ভাই কে নিয়ে ফাটাফাটি স্বরনিকা হতে পারে । কুপন পৌছে দেয়ার দায়িত্ব আমাদের দেয়া হয়েছে ,চিটাগং এ এই দায়িত্বে অনেকে আছেন। কেউ চিটাগং যেতে কিংবা থাকার ব্যবস্থা করতে না পারলে রেজা ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। খাওয়া দাওয়ার জন্য কমু ভাই তো আছেনই। খেয়ে পেট খারাপ হলে ওর স্যালাইনের জন্য কাকে দায়িত্ব দেয়া হয়ে জানা হলো না tongue emoticon । 

মজা মজায় শেষ হলো আমাদের ঢাকা মিটিং । রনি আপু Chand মাখা হাঁসি দিয়ে বিদায় জানালেন । বিদায় জানালেও মনে হলো আমরা জেগে উঠতে যাচ্ছি । ষ্টিলার দের @সাগরের মতো বিশাল হৃদয় টা আবার স্পন্দিত হতে শুরু করেছে।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss