Tuesday, December 29, 2015

I miss them..I miss my childhood...


আতিক ভাইয়ের স্কুল পালানোর পোষ্ট পড়ে স্কুল পালাতে না পারার দুঃখটা মাথাচাড়া দিয়ে উঠলো । আমার সবসময়ই ইচ্ছা করতো একটা দিন স্কুল পালিয়ে কলোনীর কোথাও ঘুরে বেড়াই । অথচ আমার দূর্ভাগ্যটাই খারাপ ছিল । আমার আব্বু আমার স্কুল টিচার ছিলেন frown emoticon

সব স্যার ম্যাডাম,দেলোয়ার ভাই তাহের ভাই,সব স্টুডেন্ট এবং কলোনীর বাকি সবাই আমাকে চিনতো squint emoticon

এই খ্যাতির(!!) বিরম্বনার কারনে পালানোর সুযোগ কোনকালেই হয়নাই colonthree emoticon


তবে এখনো স্পষ্ট মনে আছে 2000 সালে স্কুলে আমার প্রথম দিনেই টিচার আসতে দেরী করছিলো দেখে ক্লাশ থেকে বের হয়ে একা একা বাসায়ে চলে গেছিলাম pacman emoticon

সেটাই ছিল না বুঝে প্রথম এবং একমাত্র স্কুল পালানোর ঘটনা tongue emoticon

খ্যাতির(!!) বিরম্বনা নিয়ে আরেকটু লিখি । আমি আসলেই জানিনা আমাকে কিভাবে কলোনীর সবাই চিনতো squint emoticon

খেলতে বেরোলেই বড় বড় ভাইয়ারা তরুলতা পাতা বলে ডাক দিতো আর আমি রেগে যেতাম colonthree emoticon যেখানেই খেলতে যেতাম সেখানেই বড় আপু আর আন্টিরা বলতো "আরে তুমি মাহফুজ স্যারের মেয়ে না??"- এই বলেই
গাল টেনে টেনে আদর করতো squint emoticon
এসবে অনেকটা বিরক্ত হয়েই আব্বুকে বলতাম আব্বু আমাকে সবাই শুধু গাল টেনে দেয় আর আমার নাম ধরে ডাকে । আব্বু তখন বলতো এগুল হল আদর । তখন ওসব আদর টাদর না বুঝলেও এখন বুঝি কতটা ভালবাসা পেয়েছি এই কলোনীর মানুষগুলো থেকে smile emoticon

I miss them..I miss my childhood...

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss