Sunday, January 10, 2016

আর কত দূর বল মা



পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বল কবে শীতল হব, কত দূর...... আর কত দূর বল মা............

পুড়া দুইটা দিন, একটা পোস্ট আর এর related কমেন্ট গুলা খুব মনোযোগ দিয়ে পরছিলাম। অনেকের সাথে আমিও একমত স্মরনিকার বিকল্প নাই এবং অন্তর থেকে এর প্রকাশনার সফলতা কামনা করি। কিন্তু দুঃখ জনক হোল এই বিতর্কের সৃষ্টিটা নিয়ে। মামুন,... দীর্ঘ আড়াই মাসেরও বেশী সময় যে ছেলেটা অদম্য পরিশ্রম করে গেছে, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে খুজে বেরিয়েছে কোথায় আছে CSM এর পলাপাইন, যে কিনা একটা মিটিং কখনো মিচ করে নাই, নিজের পকেটের পয়সা দিয়ে MFC এর মত restaurant এ CSM এর ভাই বোন দের মিলিত করার চেষ্টা করেছে শুধু মাত্র একটা সফল get together এর জন্য, তার একটা ছোট প্রস্তাব কে নিয়ে এতরকম কম্মেন্তস????????? 


জাভেদ, খুব সুন্দর লিখে...... কোন সন্দেহ নাই, আমরা সবাই ওর লিখা পছন্দ করি, এই ক্ষেত্রেও তার জুরি নাই.........। আমি নিজেও বড় ভাইদের অনেক মতবাদের বিরুদ্দাচরন করি, করে আসছি সেই কলোনি লাইফ থেকে কিন্তু কোন বড় ভাই বলতে পারবে না, আমার আচরনে কেউ কখনো মনে কষ্ট পেয়েছে, আর এটাই শিখেছি আমরা আমাদের এই বিশাল কলোনি নামক পরিবার থেকে। আজকের নাযমুল ভাইয়ের এই সুন্দর ব্যাখ্যার পরেও এই বিতর্কটা থামেনি, খুব দুঃখ জনক। 

এই কলোনির প্রতি আমাদের অনেক ঋণ আছে, তাই যেকোনো মূল্যে কলোনির মিলন মেলাকে সার্থক করতে হবে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss