Sunday, January 10, 2016

এ্যারে এইখানে কে রে, কার ডিউটি


সিকিউরিটি চীফ আতিক কাকা প্রায় দিনই রাতের বেলা কলোনির বিভিন্ন গার্ড পোস্টে পরিদর্শনে যেতেন, সেখানে কর্তব্যররত গার্ড কে যথা স্থানে না পেলে উনি উনার ভারী গলায় চিৎকার করে বলতেন " এ্যারে এইখানে কে রে, কার ডিউটি ", কাকার এই চিৎকারে সেখানকার দায়িত্বররত গার্ড দৌড়ে কাকার সামনে এসে যা বলার বলত, এই ব্যাপার টি খেয়াল করেছিলো বন্ধু বদরুল, সে আবার মানুষের গলা ভালো নকল করতে পারতো, বদরুল কয়েক দিন পর পরই এভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কাকার গলা নকল করে বলত " এরে এইখানে কে, কার ডিউটি " এমন আওয়াজ শুনে সেখানকার গার্ড তো পড়িমরি করে ছুটে আসতো, কিন্তু এসে কাউকে দেখতোনা, আর বদরুল তো চিৎকার দিয়েই পগারপার। এভাবে কয়েক রাত ধরেই বিভিন্ন পোস্টের গার্ড দের বদরুল বিভ্রান্ত করতে লাগলো,। কিছুদিন পরই আতিক কাকা বিষয়টি জানতে পারলেন, পরে উনি আমাদের কয়েকজন কে ডেকে নিয়ে বললেন " এ্যারে তুগো মইদ্যে কনে জানি আঁর গলা নকল করি আঁর গার্ড বেজ্ঞুনেরে হেরেস কইত্যেসে তুরা বেয়াকে সাবধান হই যা"

এর পরও কিছুদিন বিরতি দিয়ে বদরুল আবার একই কাজ করতে লাগলো। কিন্তু আজ পর্য্যন্ত কাকা বুঝতে পারেন নি এই কাজ টা কে করেছে। এই লেখাটি চোখে পড়লে অাজ যদি উনি বুঝতে পারেন। 

গ্রান্ড আড্ডার দিন আমার মনে হয় এ ধরনের একটি আওয়াজের আয়োজন করা যেতে পারে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss