বিষয়টি নিয়ে আমি কোন কথা বলবো না বলে সিদ্ধিন্ত নিছিলাম। কিন্তু দেখলাম সবায় মিলে একটা সাধারন প্রস্তাবকে বির্তক বলে চালিয়ে দিচ্ছে। আমাদের উচিত প্রত্যেকের মতামতকে নুন্যতম সম্মান দেখানো। কারো প্রস্তাব মানা সম্ভব না হলে তাকে সম্মানের সাথে না করা যায়। এমন কোন উপমা দেয়া ঠিক নয় যাতে কোন মানুষ কষ্ট পায়। আমরা এখানে নিজেদের বাহাদুরী দেখাতে এই পেজে আসি নাই। আমরা এখানে আসছি নিজেদের যার যার আবেগের তাগিদে। সকলের প্রতি সম্মান রেখে বলতে চাই আমরা কেহই এখানে ব্যক্তি র্স্বাথ চরির্তাথ্ করতে এখানে আসি নাই, আমরা আজ ১৫ বছর পর মিলিত হতে চাচ্ছি শুধু আমাদের মন চাইছে বলে। আমাদের কারোরই এমন কোন সময় নাই যে কোন একটা দাওয়াতে অংশগ্রহন করি, কিন্তু এই আড্ডা সফল করার জন্য নিজের মূল্যবান সময় ব্যয় করে এবং যার যার পকেট থেকে টাকা খরচ করে প্রতিটা দিন চেষ্টা করে যাচ্ছে আমাদের ছোট ও বড় ভাইয়েরা। এমন অনেক ভাইয়েরা আছেন যারা তাদের ব্যবসার খবর ঠিকমতো রাখেন না কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আড্ডার জন্য, অথচ বাজার হয় নাই সময়ের অভাবে।
আর স্মরনিকা নিয়ে বিতর্কের কিছু নাই, তবে কিছু ভাইয়ের অভিমান থাকতেই পারে। কারন সবাই একটা স্মরনিকার আশা করছিলো শুরু থেকেই। অনেকেই এটা নিয়ে কাজ করতে চাইছিলো কিন্তু শেষ পর্যায়ে ডিশিশন হওয়াতে অনেকেই তাতে অংশগ্রহন করতে পারে নাই। আমি তাদের ইমোশনকে শ্রদ্ধা করি।
ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো সময় নিয়ে সুন্দর স্মরনিকা সকলের হাতে তুলে দিবো এবং সেই সাথে চলমান/প্রকৃয়াধীন স্মরনিকা যেন খুবই সুন্দর এবং সকলের মন জয় করুক এই আশা রাখি।
গত ৮/০১/২০১৬ তারিখ একটি মিটিং হইছিলো যেখানে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু সেই সাথে আমাদের দ্বায়িত্বও অনেক বেড়ে গেছে।
জিয়া ভাই, প্রথমেই মাপ চাইছি, কারণ আপনার অনুমতি না নিয়ে প্রশংশা করতে যাচ্ছি বলে... সত্যিকার অর্থেই আপনি অনেক বড় আর আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের বড় ভাই। দেরিতে হলে ও আমরা আপনাকে আমাদের মাঝে পেয়েছি। মিটিং এ আপনার প্রতিটি সমস্যার সিলিওশন প্রশংশা করার মতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। smile emoticon
"আমাদের গ্র্যান্ড আড্ডা সফল হোক..... "
N.B: স্মরনিকা বিতর্ক নিয়ে আর কোন কমেন্টস প্রযোজন নাই। Admin কে বলছি, আমার লিখাতে এই পেজের কোন সমস্যা হলে মুছে দিতে এক সেকেন্ড দেরি করবেন না।
No comments:
Post a Comment