অফিস থেকে বেরুতে বেরুতে প্রায় ৭:৪০ বাজলো।তারিককে বলেছিলাম মেডিকেলে যাবো। কিন্তু দেরী হওয়াতে আর যাওয়া হয়নি। কোনমতে ধাক্কাধাক্কি করে গ্রামীণ পরিবহণে উঠলাম। মহাখালী থেকে মিরপুর রোডে জ্যামের কারনে রাস্তা ব্লক করে দেওয়ায় গ্রামীন নাবিস্কো, তিব্বতের জ্যাম পাড় হয়ে তেজগাঁও ফ্লাইওভারে পৌছলো। ব্যাস, ২০/২৫ মি: ধরে একটু একটু করে সামনে এগুচ্ছে। আর তখনি এসিষ্টান্ট এক প্যাকেট বাদাম কিনে ড্রাইভারকে বললো "ওস্তাদ বইয়া বইয়া বাদাম খান, সিগ্রেট আনমু"? ড্রাইভার বললো "ওই বেডা, আমি বাদাম খামু আর হেরা কি চাইয়া দেখবো? বেবাকতের লইগা ল"। এসিস্টান্টসহ সবাই ভাবলাম হয়তো মশকারী করছে। কিন্তু বাদামওয়ালাকে যখন ২৭ টা বাদাম (২৭ জনের জন্য ২৭ প্যাকেট, গ্রামীণ পরিবহণে ২৭ টাই সিট থাকে) দিতে বললো।
অবাক না হয়ে পারলাম না। আমরা অনেকেই বলতে লাগলাম বাদাম ওয়ালার সাথে আগেই কোন ফন্দি করেছে কিনা? কেউ বলল, মামা কি নতুন বিয়ে করছে কিনা? নাকি মোটা অংকের টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে? বাদামওয়ালা ১০ টাকার বাদামের প্যাকেটগুলো দেয় আর এসিস্টান্ট সেগুলো সিরিয়ালী এক এক করে ডিস্ট্রিবিউট করছে। দুইজন মহিলা আর চারজন পুরুষ বাদে বাকী ২৩ জনের হাতেই (ড্রাইভার আর এসিস্টান্টসহ) বাদামের প্যাকেট আর বাদাম ভাঙ্গার কাটুস কুটুস শব্দ আর খাওয়া। সে এক দেখার মতো ব্যাপার।
অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া ও খাওয়া নিষেদের লজিক ধরেই ৬ জন বিরত ছিল। যারা নিচ্ছেনা এসিস্টান্ট তাদেরকে জোড়াজুড়ি করছে আর বলছে "সবাই লইছে আমনেরা লইবেন না কেন? জীবনে প্রথম এই ধরনের কোন ঘটনা ঘটতে দেখলাম। সামান্য ২/৫ টাকার জন্যই ওদের সাথে অনেক সময় গালাগালি, হাতাহাতি হয়ে যায়। কত টাকাই বা ওর ইনকাম, কত টাকাই বা বেতন!!!
কেন প্যাসেঞ্জারদেরকে ২১০ টাকার বাদাম কিনে খাওয়াচ্ছে ড্রাইভারকে জিজ্ঞেস করায়, বললো "রিযিকের মালিক আল্লাহ তায়ালা, সবই তার ইচ্ছা।"
রাস্তার নরমাল জ্যাম আর বানিজ্য মেলার জ্যাম পেড়িয়ে বাসায় পৌছতে প্রায় রাত ৯:৩৫ মি: বেজে গেল।
রাস্তা ঘাটে চলার পথে কত বিচিত্র ধরনের মানুষ যে চোখে পড়ে, কাউকে একদম নগন্য মনে হয় আবার কাউকে মহান ও সব কিছুর উর্ধে মনে হয়। মহান আর স্বার্থহীন কর্মকান্ডের কাজ করা মানুষ গুলোকে দেখলে ভাবি আমি কেন ওদের মতো হলাম না। (এখানে কেবল ঐ ড্রাইভারকেই বুঝাচ্ছি না, চোখে দেখা সমস্ত মহান মানুষগুলোকেই বুঝাচ্ছি)। এই মুহুর্তে নির্দ্ধিধায় চোখে ভাসছে আমার নানা, দাদা, বাবা, বড় ভাইয়া (মুঞ্জুর ভাই), খালু আর ডেইলী স্টারের এক বয়স্ক সম্পাদক মুজিব ভাই। ওনারা সব সময় আমার আদর্শ, আইডল, মহান ব্যাক্তি বলতে এদেরকেই আমি ভাবি।
No comments:
Post a Comment