আজ আমি কোন তেল বা ঘি দিবোনা। একেবারে মনের কথা মশলা দিয়ে লিখছি যেন টেষ্টি হয়।এই পেইজে এমন কিছু মানুষ আছে যাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান আপনা আপনি চলে আসে।Anisur Rahman Reza আংকেল যাকে আমরা পীর বলে ডাকি অসাধারন একজন মানুষ। আমাকে আদর করে মা বলে ডাকে। অসম্ভব মায়া ভরা মন সবাইকে খুব সহজে আপন করে নেয়। জানিনা সবার অনুরোধে নাকি আন্টির ভয়ে বেনসন খাওয়া ছেড়ে দিয়েছেন। Jashim Uddin আংকেল আমার চাচার সূত্র ধরে আংকেল ডাকা। আমার বড় দুঃখ আমার কোন বড় ভাই নাই। উনাকে চাচা ডাকার ইচ্ছা না থাকা সত্ত্বেও ডাকতে হয়। রাজনীতি ভালো পদচারনা ছিল উনার। খুব সাদা মনেরএকজন মানুষ। Nazmul Huda আংকেল সবার প্রিয় একজন মানুষ। সবসময় হাসি মুখে থাকেন।
কোন সমস্যা হলে সুন্দর করে তার সমাধান দেন। Mdnurul Kabir Niru আংকেল সবসময় আমার চাচার সাথে দেখতাম নাজমুল আংকেল ও নিরু আংকেল কে ছোটবেলায় খুব ভয় পেতাম ওনাদের দেখলে। ভালো নিংরেজী লিখেন। খুব আন্তরিক একজন মানুষ। Atiq Csm আমার চাচা ভাই।কলোনিতে কোনদিন কথা হয়নি। জানিনা কেন উনাকে দেখলে বা উনার লিখা পড়লে এতো ভালো লাগে। উনার প্রতি ভক্তি আর শ্রদ্ধা আপনা আপনি চলে আসে। ভাই ডাকতে গেলে বলে আমি তোর চাচা। আরে চাচা হলে কি দুষ্টামি করা যায়। মনে এমনি দুঃখ বড় ভাই নেই বলে। Jafar Alam Alam ভাই খুব ভালো একজন মানুষ। কোন ঝামেলার মধ্যে নাই। জীবনে আমার নামটা শুদ্ধ করে ডাকেনি। আদর করে রইন্যা বা রনি বেগম বলে ডাকতো।।
উনার ভাই Md Shafiul Alam ভাইও অনেক ভালো একজন মানুষ। উনাদের পরিবারে অনেক আদর পেয়েছি। Aslamuddin Mamun ভাইকে দেখলে পিটি স্যারের কথা মনে পড়ে।CSM পেইজে প্রতি উনার আন্তরিকতা দেখে অবাক হই। Rezaul Reajul Islam Shahin ভাই ছোটবেলা থেকে উনাকে দেখে আসছি। বিয়ের কথা বললে বেশি খুশি হন। ইতি মধ্যে চার বিবাহ করেছেন। ভবিষ্যতে আরো করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন। আমার ছোট বোন মনিকা সারাদিন উনাদের বাসায় পড়ে থাকতো। আমাদের খুব আদর করতেন। কলোনির সবার মায়াটা ছিল অন্য রকমের। Mohammed Kamar Uddin ভাই আমরা একি বিল্ডিং এ থাকতাম। খুব সহজ সরল টাইপের। চুপচাপ দেখতাম সবসময়। ইদানিং পেইজে ভালো কচুর ছড়া লিখছে।
Shajib Kumer Dey ভাইয়া খুব ভাল একজন মানুষ ! কিছু বললেই আগে একটা হাসি দিয়ে তার উওর দিবে। Monirul Islam Monir ভাই ভালো কমেন্টস লিখতে পারে। দেখতে মনে হয় সাদামাটা মানুষ। Mahmudur Rashid Pulak ভাই উনার সাথে আডডায় দেখা। খুব ভদ্র ও অমায়িক একটা ছেলে। Akhtaruzzaman Ripon আংকেল খুব ভালো লিখেন। আমি উনার সব লিখা পড়ি আর মজা পাই। Mohammad Nazrul ভাই ঝুমুর তেলের মডেল হতে গিয়ে আমরা তারে হারিয়ে ফেলছি। এখন ব্যাস্ততার কারণে পেইজে সময় দিতে পারেনা। Samee Sam ভাই আমাকে আদর করে পুচকু রনি ডাকে। আগে প্রতিদিন মর্নিং উইশ করতো এখন করে না। Ahsanul Tarique ভাই যার জন্য সবাই একত্রিত হওয়া। বসে বসে ভালই মজার মজার কমেন্টেস করে। Babu Csm Club ভাই দেখতে একদম শান্ত শিষ্ট। কোন ঝামেলার মধ্যে নেই।
Jahed Tipu আমরা একি ব্যাচের। সবসময় হাসিমুখে থাকে এটা তার একটা গুন। Abu Hena ভাই সম্পর্কে আমাদের দুলাভাই লাগে।Abu Naser এর বড় ভাই। যদিও কলোনিতে কখনো কথা হয়নি তবে দেখতাম খুব শান্ত ও ভদ্র ছিলেন। Mahmudul Hasan Abu Naser দুই মানিক জোড়। সবসময় একসাথে থাকে। মনে হয় একজন ছাড়া আরেক জন অচল।দুজনেই পরোপকারী।Ahmed Nazim ছোটবেলায় একসাথে খেলতাম। খুব ভালো আর সহজ সরল ছেলে।
Al Amin Billah shujon স্কুলে খুব ভাল ছাএ ছিল। চুপিচুপি মেয়েদের দেখত আর হাসতো। ছুপি রুস্তম টাইপ ছেলে।Niaz Morshed পেইজে খুব ভালো লিখে।তার জ্ঞান শক্তি প্রখর। পুরোনো স্মৃতি সুন্দর ভাবে উপস্থাপন করে। Rume Chowdhuryছোটবেলায় খুব দুষ্টু ছিল।এখন বড় হয়ে একেবারে ভদ্র হয়েগেছে। বিয়ে করার জন্য ভালো ও সুন্দর মেয়ের অপেক্ষায় আছে। সবাইকে তাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আজ সব চাচাও ভাইদের নিয়ে লিখলাম। সবাইকে নিয়ে লিখতে পারিনি কারন লিখা অনেক দীর্ঘ হয়ে গেছে।ভুল হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শায়লার কথায় বলছি পেইজে ঢুকলেই মনে হয় বাবার বাড়ি আসছি।পেইজে ঢুকলেই সব আপন মানুষ গুলোকে কাছে পাই মনে হয়। আমাদের এই বন্ধন যেন অটুট থাকে। যথাসাধ্য মশলা দেবার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। কারন সদস্য সংখ্যা বেশি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।।
No comments:
Post a Comment