কলনিতে থাকার সময় আমরা আট জন এক সাথে থাকতাম। এই আট জনের একটা গ্রুপ ছিলো। যে কোন কাজ আমরা একসাথে করতাম। আমাদের গ্রুপের নাম ছিলো "স্কলম্ব"। আজকে এই আটজনের পরিচিতি আপনাদের কাছে তুলে ধরবো।
স্কলম্ব (SKLMB)
S= সাহেদ, সুমন, শাহিন
সাহেদ (Shahed Hussein) বর্তমানে পুবালী ব্যাংক, চাক্তাই শাখায় কর্মরত।
সুমন ( ভ্রান্ত পথের পথিক আমি) বর্তমান সৌদিআরবে প্রবাস জীবন যাপন করিতেছে।
শাহিন= বর্তমানে ঢাকার গাউছিয়া মার্কেটে ছেলোয়ার কামিজের ব্যবসা করিতেছে।
K= কমু বর্তমানে কাজ ফাঁকি দিয়া পোষ্ট দিতাছে।
L= লিটন (Shahabuddin Liton) সিমেন্টের ভিতরে জমে গেছে।
M= মনু, মানিক
মনু (Muhammad Moinul Huda) বর্তমানে ব্যবসা, সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছে।
মানিক (Saiful Manik) টুকটাক ব্যবসা করে আর সংসার সামলাতে ব্যস্ত।
B= বাবু ও এখন সিলেট থাকে। এখন পর্যন্ত বিয়ে করে নাই।
No comments:
Post a Comment