আমাদের কিছু সীমাবদ্বতা আছে। আমরা এই পেইজের সবাইকে সঠিক পরিচয়ে চিনি না বা জানিনা।তেল বা বাঁশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবার পরিচয় সবার কাছে তুলে ধরা।আমি সকল মেম্বারদের অনুরোধ করব প্রত্যেকে নিজ নিজ পরিচিত জনের পরিচিতি তুলে ধরুন।সেটা প্রচুর তেলযুক্ত হলেও মমস্যা নাই।অথবা নিজ পরিচয় নিজে তুলে ধরুন। নিজের ঢোল নিজে জোরে জোরে পিটাইলেও আমরা মাইন্ড করব না।চবি সংযোজন করতে পারলে সবচেয়ে ভাল হয়।এই সুবাধে সবার সাথে সবার পরিচয় তুলে ধরা যায় যা ভবিষ্যতে আমাদের অনেক গুরুত্বপূর্ন কাজে সহযোগীতা করতে পারে।সবার সহযোগীতা কামনা করছি।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment