Wednesday, March 30, 2016

রং তুলি কিংবা মোমের দেশের মেয়ে


নাম ছিল তার দামী পাথরের নামে,নিজেকে তাই দামী করার আপ্রাণ চেষ্টা। ছিলেন আর দশটা সাধারণ মেয়ের মত পাশের বাড়ির মেয়ে অথচ নিজেকে অসাধারণ করে তোলার জন্য উঠে পড়ে লাগা। সাহিত্যের নায়িকারা যেমন হয়, চেনা হয়ে ভীষণ অচেনা,সবার চেয়ে আলাদা। হ্যা, রুবি আপা, আমাদের পাশের বাসার প্রতিবেশী।

রঙিন প্রজাপতির পাখার রং নষ্ট না হবার জন্য যেমন আলতো করে ধরে রাখতে হয়, রুবি আপাকেও উনার আম্মা তেমনি যত্ন করে বড় করেছেন। পড়াশোনায় ছিলেন মেধাবী, পাশাপাশি স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ড এ ছিল সপ্রতিভ পদচারনা। ছিলেন চিন্তা চেতনায় আধুনিক। মাঝে মাঝে চুলে জপজপ করে তেল দিয়ে রাখতেন, তবুও তার স্মার্ট নেসে ঘাটতি পড়ত না এতটুকুন। যেকোন কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন।

একবার রুবি আপার চিকেন পক্স হয়ছিল,মুখে দাগ থেকে গিয়েছিল।সেই দাগ দূর করতে তিনি।নিয়মিত ডাবের পানি মুখে দিতেন, রূপকথায় যেমন হয়। সারাজীবন চেয়েছেন মাথা উঁচু করে বাঁচতে, পেরেছেনও তা। রং তুলির ক্যানভাসের মতই রুবি আপার জীবন তাই নানা রঙে রঙিন


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss