Wednesday, March 9, 2016

নির্বোধ এক মানুষ আমি


নির্বোধ এক মানুষ আমি।।নিজের অবস্থানটা সব সময় ভূলে যাই বা গিয়েছিলাম।।কোথায় ছিলাম এবং কোথায় আছি দুটোই আমি ভূলে গিয়েছিলাম।।অনেকটা ""অল্প পানির মাছের মতো।।বেশি পানিতে পড়ে ছটফট করতে ছিলাম""হঠাৎ কয়েক জন পথ আগলে ধরলো।।বলে বসলো কি করছিস তুই।।তুই কি তোর অতীত ভূলে গিয়েছিস।।ছিলি একা।।ছন্ন ছাড়া।।আর এখন সংগী পেয়ে নিজের অতীত ভূলে গেলি।।যারা তোকে আশ্রয় দিয়ে বুকে টেনে নিয়েছে তাদেরই অপমান করছিস।।থমকে দাড়ালাম।।চিন্তা করলাম আমার দ্বারা পরিবার ধংস হচ্ছে নাতো।।বুঝতে পারলাম হচ্ছে।।তাই আজ নিজেকে সুধরে নিলাম।।আবার অতীত জীবনটাকে আকরে ধরলাম এবং সামনে চলতে শুরু করলাম।।

পেজের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত যাদের যাদের মনে কষ্ট দিয়েছি বা কষ্টের কারন ছিলাম তাঁদের সকলের কাছে সজোড়ে ক্ষমা চাচ্ছি।।


বিশেষ করে চাঁদ সুলতানা(বড় আপা),,আনিসুর রহমান রেজা ভাই,,আতিক ভাই,,নাজমুল ভাই,,জাবেদ ভাই-দের কাছে।।

কৃতজ্ঞতা জানাই,,নিরু ভাই,,জসীম ভাই,,আবু হেনা ভাই,,রাসেল ভাই,,বন্ধু মেজর রাজীব-দের কে।।আমাকে সুধরাতে সাহায্য করাতে।।

বিঃদ্রঃ আমি কখনওই কাউকে আঘাত করতে চাই না but অনাকাঙিক্ষত ভাবে হয়ে যায়।।মেজাজটা সব সময় খুবই চড়া থাকে।।মা বলে যদি জানতাম চাকরীতে যাওয়ার পর তূই এমন হয়ে যাবে তবে তোকে কোন দিন এই চাকরী করতে দিতাম না।।অন্যর যে কোন সমস্যা বা বিষয় বিনা অনুমতিতে নিজের কাঁধে নিয়ে নেই।।হয়তো নির্বোধ বলেই এমনটা করি যেটা আমার কখনওই করা উচিত না।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss