ছোট বেলায় পরীক্ষায় ভাব সম্প্রসারণ আসতো "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন" এইটা আধা মুখস্ত, কিছু ঠোটস্থ আর বাকীটা টেনেটুনে, সাজিয়ে গুছিয়ে বিশাল বড় করে ভাবের সম্প্রসারণ করে ফেলতাম ঠিক আমাদের বিশাল বড় গ্রান্ড আড্ডার মতো। আসলে কি তাই?
যেকারনেই হোক আর যেভাবেই হোক, আর যারাই এই পেজটা ক্রিয়েট করেছে আর শুরু থেকে আজ এই মুহুর্ত পর্যন্ত যত মেম্বার আছে এই পেজে, আর যারাই রেগুলার এক্টিভ আর ইনএক্টিভ সবার কাছেই আমরা সবাই কৃতজ্ঞ। কারন এই পেজের কারনেই কিছু ভাল কাজের পাশাপাশি ২৯ জানুয়ারীতে একটা বিশাল আড্ডার আয়োজন করতে পেরেছিলাম। এই পেজের কারনেই আমরা সবাই আজ একসূত্রে গাঁথা। আড্ডাটা যত বড় বিশাল ছিল-যত মানুষের সমাগম হয়েছিল, প্রত্যেকেই যে পরিমান আনন্দ, হৈ-হুল্লোর মজা করেছি সারা জীবনেও হয়তো এমন আরেকটা আমরা কেউ পাব না। আড্ডাটা ছিল আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের অর্জন, আমাদের প্রায় ২৩/২৪ বছর আগে ফিরে যাওয়া। সবাইকে দেখতে পাওয়ার অকৃত্তিম আনন্দ।
সেই দিনটি এবং তার পরের একটা মাস, কি তারো বেশী সময়গুলো আমরা কি ভুলে গেলাম? আড্ডাতে আমাদের সম্মানিত টিচার-ম্যাডামরা স্টেজে দাঁড়িয়ে, আমাদের শ্রদ্ধেয় চাচা-চাচী, কাকা-খালা'রা, আমাদের মুরুব্বিরা সবাই আমাদের জন্য দোয়া করেছেন। কেন করেছেন? কারন আমরা সবাইকে বহু বছর পরে একসাথে হওয়ার সুযোগ করে দিয়েছিলাম। ওনাদের কথার পিঠে কথা বলতে যেয়ে আমরাও কথা দিয়েছিলাম সবাইকে যে, আমরা ইনশা আল্লাহ এই রেওয়াজটা চালিয়ে যাব। আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু একি দেখছি গত তিনদিন ধরে একি হচ্ছে এখানে? এই পেজের খোলা দরজা দিয়ে অনেকেই বেড়িয়ে যাচ্ছে, এডমিন তার দায়িত্ব ছেড়ে দিচ্ছে, কেউ আবার গ্রুপ বেধে চলে যাচ্ছে। ছোটরা বড়দের মানছে না। এলোমেলো যা পারছে তাই বলছে। সবাই একসাথে থাকার সেই কমিটমেন্ট গেল কই?
শুধু প্রশ্নের উত্তর জানতে চাইবো::
কেউ যখন বলবে তোমাদের গ্রুপের এই অবস্থা কেন তখন উত্তর কি হবে??
আমাদের বাবা মা যখন বলবে কিরে ডিসেম্বর মাসতো শেষ, তোদের আড্ডার ডেটটা কবে? সবার সাথে আবার দেখা করবো কবে? তখন কি উত্তর দিব? অনেক বছর পর দেখা মানুষগুলোকে একবার দেখেই কি মনের আর চোখের স্বাদ মিটে গেল?
এরকম আরো অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। আমরা কি তাহলে আবার সেই আগের মতই হয়ে যাবো? মানে - কে, কোথায় কি অবস্থায় আছে জানতে পারবো না? কারো অপারেশন হলে কিংবা অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে থাকলেও কি খবর পাব না? কেউ মেজবানীতে গেলে সেটা কি জানতে পারবো না? কারো জন্মদিন, বিয়ে কিংবা কোন অনুষ্ঠানে কি আমরা একসাথে হবো না? কারো নিকটাত্মীয় কেউ শেষ বিদায় নিলেও কি আমরা লাশের সাথে বাড়ী পর্যন্ত যাবো না? আমাদের কি একসাথে আর কখনও আড্ডা দেওয়া হবে না? নাকি আমাদের সবকিছু The End হয়ে যাবে?
আশা করবো সব প্রশ্নের সমাধান পাবো, সবাই আবার একসাথে হবো। আমাদের আড্ডা আবার জমবে। আমরা নিজের দোষটা অন্যের উপর চাপাব না, নিজের ভুলটা নিজেই স্বীকার করার মন মানষিকতা রাখবো। আমরা একে অপরকে সম্মান করবো, বড়দেরকে যথার্থ ও যোগ্য মর্যাদা দিব। কারো সমন্ধে উলটা পালটা কিছু বলে বা লিখে নিজেকে ছোট করবো না।
আশা করবো খুব শীগ্রই আমাদের সিনিয়র-বড় ভাই বোনরা মিলে একটা সমাধানের পথ বের করবেন। আমাদের সম্মানিত এডমিন আতিক ভাই স্ব-পদে ফিরে আসবেন। আর যদি এর কোন সমাধান না হয় কিংবা এই পেজ আবার আগের মতো সচল না হয় তাইলে ভাববো
""আমরা স্টীলাররা আসলেই লুজার। আমরা চাইলেই সব পারি না। আমাদের মধ্যে আন্তরিকতা বলে কিছু নেই। আর আমাদের সেই শ্লোগান আমরা আমরাইতো সেটা একদম ভুল। মনে করবো - আমরা আমরাই না। বরঞ্চ আমি আমিই আর তুমি তুমিই।""
আমাদেরকে ৯৯ কি ২০০০ এ একবার কলোনী থেকে বেরিয়ে আসতে হয়েছে। আর ২০১৬ তে এসে আমরা আবার একই পথের পথিক হতে চাই না। এই ভার্চুয়াল CSM Colony তে সবসময় থাকতে চাই। থাকতে চাই সবাইকে নিয়ে।।
No comments:
Post a Comment