গত মাসে আমার মেঝ ফুফা মারা যায়। আমি আর আমার বাবা হাজির হলাম ফুফুর শশুর বাড়ী জানাজায় শরীক হবো বলে। যাওয়ার পর জানলাম পাশের একটা মাদ্রাসায় ওনাকে নেয়া হয়েছে আর সেখানেই জানাজা হবে। আমরাও রওয়ানা দিলাম। মন খারাপের মাঝেও প্রাকৃতিক পরিবেশের ছোয়ায় মনটা হালকা হতে লাগলো। কিছু বড় বড় হুজুর আর কিছু পিচ্চি পিচ্চি হুজুরের দেখা পেতে লাগলাম, কি বলবো! ভাবলাম আমি আগে সলাম দিয়ে তাদের অবাক করে দিবো কিন্তু আমাকেই অবাক করে একের পর এক সালাম, আর পিচ্চিরা তো এক ধাপ উপরে। মাদ্রাসা গেইট দিয়ে ডুকলাম, যার সাথেই দেখা হচ্ছে তিনি সালাম দিচ্ছেন আর হাত মিলাচ্ছেন ও কোলাকুলি করছেন। এক হুজুরকে বললাম আমি একটু ওয়াশরুমে যাবো, প্রথমে আমর কথাটা মনে হয় বুঝতে পারেননি, কিন্তু যখনই বঝলেন সাথে সাথে একজন ছাত্রকে ডেকে বললেন হুজুরকে হাম্মাম দেখায় দাও।
আমি ভাবলাম না জানি এই হাম্মাম কেমন হবে কারন পরিস্কার না হলে এই ফটিকছড়ি থেকেই বাসায় ফেরত যাবো বাতরুম না করে। আর আমি আবার পেন্ট শার্ট পড়া হুজুর হলাম কবে!! যাই হোক পরে দেখলাম বাচ্চা ছেলেটিকেও তারা হুজুর ডাকছেন। যথারিতী বাতরুম গিয়ে হাজির হলাম, আমার প্রবেশের আগে বাচ্চা হুজুর আগে প্রবেশ করলেন আর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিলেন তারপর আমাকে বললেন আপনি যান। আমার প্রবেশের পর আমার ধারনা পাল্টায় গেল, কি পরিস্কার বাতরুম... আমার জীবনে এতো পরিস্কার বাতরুম আমি দেখিনাই। যথারীতি কার্য সম্পাদন করে বাহির হলাম আর দেখলাম উক্ত হুজুর বালক দাড়াইয়া আছেন। প্রথমত একটু বিরক্ত হলাম কিন্তু পরে যাহা দেখিলাম তাতে আমার বুঝতে বাকী থাকিলো না যে বাতরুম কেনো এতো পরিস্কার। ছোট হুজুর থেকে বড় হুজুর সকলের এই কাজে কোন দ্বিধা দেখলাম না।

আমি এবার এসে মাঠে দাড়ালাম, একজন এসে বললো আপনি মেহমান খানায় বসতে পারেন। আমি অজু করে মেহমান খানার দিকে গেলাম। আমার অবাক হবার তখনো বাকি ছিলো। এক ছোট হুজুর আমার পায়ের থেকে জুতা নিয়ে আমাকে বললো আপনি ভিতরে যান। দেখলাম কোন ব্যক্তি বাহির হলে তার জুতা এমন ভাবে রাখা যে তাকে জুতা পরার জন্য জুতা ঘুরাতে হবে না। সার্বক্ষনিক কেউ না কেউ এই কাজটি করছেন। জুতা রাখার জায়গায় এতোঠুকু কোন ময়লা নাই। সময়জ্ঞান, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, সকলকে সম্মান জানানো, কোন কর্মকে ঘৃনা না করা, অপরকে সহায়তা করা এই সকল সব ধরনের গুন কিভাবে মানুষের চরিত্রের মধ্যে ঢুকানো যায় সেই শিক্ষায় দেখলাম মাদ্রাসাতে চালু আছে।
আর আমরা কি শিক্ষা পাচ্ছি!!! আমরায় ভালো জানি সেটা....
No comments:
Post a Comment