Saturday, March 12, 2016

প্রাইভেসি এবং সেই সময়


কলোনি তে যখন ছিলাম আমাদের টিভি টা প্রায় নষ্ট হয়ে যেত।ভরসা ছিল পাশের বাসার Rehana Alam রুবি আপা কিংবা Jerin Ripa রিপা আপা দের বাসা।তখন ত এত চ্যানেল বা প্যাকেজ নাটক ছিল না।হয়ত মঙ্গল বারে ধারাবাহিক বহুব্রীহি বা কোথাও কেউ নেই, বুধবার এ ম্যাকগাইভার এবং বৃহস্পতিবার এ এ সপ্তাহের নাটক দেখতে যাওয়া।সাড়ে আট টা বাজে চলে যেতাম উনাদের বাসায়।উনারা কিছু বলতেন না,যেন আমাদেরই টিভি আমরা দেখতে আসছি।দরজা খোলা থাকত সবসময়। বিরক্ত হতে দেখিনি কোনদিন। রুবি আপাদের বাসায় শুক্রবারে সকালে, "Fairy Tale" নামে একটা রুপকথার গল্প দেখতাম।


তখন ইংরেজি এত বুঝতাম না।রুবি আপাকে জিজ্ঞেস করলে উনি বুঝিয়ে দিতেন। এছাড়া মাঝে মাঝে এটা ও টা বুঝাতে রুবি আপার কাছে চলে যেতাম।আমার কাছে মনে হত উনি beuty with brain টাইপের মেয়ে।পড়ালেখায় ভাল আবার স্মার্ট। বৃত্তি পরীক্ষার আগে নানারকম সাজেশন দিয়েছিলেন। সেই রুবি আপারা একদিন সি টাইপে চলে গেলেন। তারকিছুদিন পর কলোনি থেকে এক অমাবশ্যার রাতে।সেদিন অমাবশ্যা নামে একটা নাটক দেখিয়েছিল টিভিতে।তার কয়েকবছর পর রুবি আপার বিয়ের ছবি দেখলাম।দেখতে দেখতে বিশ বছর হয়ে গেল উনার বিয়ের। অথচ মনে হয় সেদিন।

কলোনি তে আমরা প্রাইভেসি শব্দটা র সাথে এত পরিচিত ছিলাম না।থাকলেও এর ব্যবহার দেখিনি।এখন ত মানুষ নিজের ঘরের মানুষের সাথে বসে টিভি দেখেনা।অথচ তখন কারো বাসায় ভিসি আর আনলে অপরিচিত রাও দেখতে যেত সিনেমা।প্রাইভেসি বিহীন সেই দিনগুলো কেবল কলোনি তেই পাওয়া যেত,অন্য কোথাও নয়

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss