Saturday, March 12, 2016

এতো ইমোশনাল ইমোশনাল কথা ভালো লাগেনা


এতো ইমোশনাল ইমোশনাল কথা ভালো লাগেনা,কে কি বললো এইটা নিয়ে সবাই দোড়াদোড়ি করতাছে, এই পেজটা খোলা হয়েছেতো সবাই যেন ব্যস্ততার মাঝে ও পেজে ডুকে মনের সুখে একটু শান্তি পায়,পেজে ডুকলে মনে হতো কলোনীতে আছি,একজন না একজনের সাথে দেখা হচেছ,কথা হচেছ,সবার সুখ দুঃখ হাসি কান্না শেয়ার করছে,আর এখন কি হচেছ মনে হয় ১৯৭১সালে ফিরে গেলাম,পেজের এই অবস্তা দেখে এখন অনেক বড় ভাই বোন ছোট ভাইবোন লিখা লাইক কমেনট করে না,নিজের মান ইজ্জত নিয়ে দুরে সরে গেছে,কলোনীতে ও মনে হয়না এতো ঝামেলা ছিল, আমরা বড় হচিছ আর কি করছি,কলোনী নিয়ে সবার কাছে গব করতাম,এখন যেই অবস্তা কি নিয়ে গব করবো,এই পেজের বাহিরেও অনেক লিখা লিখি হয় কলোনী নিয়ে, আমার একটা অনুরোধ কারো কোন সমস্যা থাকলে তা এই পেজে বলা হউক,আমাদের সমস্যা আমরাই মিটমাট করবো,আরো একটা কথা পেজ টা কারো একার না পেজ টা কলোনীর সবার,কলোনীতে যদি একটা লোক ও থাকে তাহলে পেজ চলবে,কলোনীতে কেউ চিরদিনের জন্য আসে না আসা যাওয়ার মধ্যে থাকে তাই বলে কি কলোনী অফ হয়ে যায়,তাই আর কাদাছোড়া ছুড়ি না সবাই মিলে মিশে থাকি শান্তিতে থাকি

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss