- Tinku
মাহাবুব ভাই কলোনীতে যার পরিচিতি ম্যারাডোনা নামে । আজ সকালে অফিসে যাওয়ার পথে হঠাৎ মাহাবুব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল । সালাম দিয়ে বললাম- ভাইজান কেমন আছেন , চট্টগ্রাম কখন এলেন ? উত্তরে মাহাবুব ভাই বললো - চট্টগ্রাম এলাম এই ৩দিন হলো , আগামীকাল সকালে(শুক্রবার ) চলে যাবো। এবং বললো তোর কি খবর ? কৈ যাবি ?
আমি হাঁসতে হাঁসতে কই আর যাবো, মোল্লার দৌঁর মসজিদ অর্থাৎ অফিসে যাচ্ছি ।
এরপর বললাম মাহাবুব ভাই নাস্তা করছেন , চলেন নাস্তা খাই ।
মাহাবুব ভাই- আরে তুই অফিসে যা আমি নাস্তা করে এসেছি ।
বললাম- নাস্তা না হয় করবেন না ভাল কথা , অন্তত চা তো খাবেন ।
মাহাবুব ভাই - তোর অফিসের দেরি হয়ে যাবে ।
বললাম- রাখেন আপনার অফিস , সারা বছর তো অফিসই করলাম । চলেন চায়ের সাথে হাল্কা টাও হয়ে যাক ।
দুইজনে মিলে সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম । মাহাবুব ভাই কলোনীতে থাকা কালীন একটা ক্লাব করেছিলেন নাম - "জাগরণ সংগ" । ঐ ক্লাবের আমি নিজেও একজন মেম্বার ছিলাম । সবাই প্রতি মাসে ২০টাকা করে দিতাম এবং একবার উদ্দ্যোগ নিলো ক্লাবের নাম জার্সি কিনবে সবাই ৭০টাকা করে দিতে হবে, আমরা সবাই তাই করলাম কিন্তু কিছুদিন পর দেখলাম আমরা অনেকেই জার্সি পেলাম না পরে জানলাম মামুন ভাই ও বেলাল (টারজান) আমাদের অনেকের জার্সি তাদের বাসায় নিয়ে রাখছে , আর পেলাম না।
মাহাবুব ভাইকে পেয়ে পুরোনো সব স্মৃতি মনে পরে গেল । মাহাবুব ভাইয়ের বাড়ী কিশোরগঞ্জে , ঐখানে মাহাবুব ভাই কন্ডাক্টরী করে , মোটামুটি ভালই আছে । তার বড় ভাই আমেরিকায় থাকে এবং ছোট ভাইটা লন্ডনে থাকে , উনি নিজেও আমেরিকায় যাওয়ার জন্যে সব রকমের প্রস্তুতি নিচ্ছেন । উনি আমাদের গ্র্যান্ড আড্ডার অনেক প্রসংশা করলেন , অনেকদিন পর সবাইকে দেখতে পেলেন ।এবং fb-এর ফলে এখন অনেকের সাথে যোগাযোগ হয় । এই জন্যে আমাদের সবাইকে ধন্যবাদ দিলেন এবং ওনার জন্যে দোয়া করতে বললেন ।
( বি: দ্র: - মাহাবুব ভাইয়ের সাথে আড্ডার কারনে আমার অফিসে যেতে দেরি হয় , তার উপর আজ বৃহস্পতিবার । যার ফলে অফিসে fb-কে তেমন ঢুকার সময় পাইনি আর এখন সময় পেয়ে দিয়ে দিলাম ।)

মাহাবুব ভাই কলোনীতে যার পরিচিতি ম্যারাডোনা নামে । আজ সকালে অফিসে যাওয়ার পথে হঠাৎ মাহাবুব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল । সালাম দিয়ে বললাম- ভাইজান কেমন আছেন , চট্টগ্রাম কখন এলেন ? উত্তরে মাহাবুব ভাই বললো - চট্টগ্রাম এলাম এই ৩দিন হলো , আগামীকাল সকালে(শুক্রবার ) চলে যাবো। এবং বললো তোর কি খবর ? কৈ যাবি ?
আমি হাঁসতে হাঁসতে কই আর যাবো, মোল্লার দৌঁর মসজিদ অর্থাৎ অফিসে যাচ্ছি ।
এরপর বললাম মাহাবুব ভাই নাস্তা করছেন , চলেন নাস্তা খাই ।
মাহাবুব ভাই- আরে তুই অফিসে যা আমি নাস্তা করে এসেছি ।
বললাম- নাস্তা না হয় করবেন না ভাল কথা , অন্তত চা তো খাবেন ।
মাহাবুব ভাই - তোর অফিসের দেরি হয়ে যাবে ।
বললাম- রাখেন আপনার অফিস , সারা বছর তো অফিসই করলাম । চলেন চায়ের সাথে হাল্কা টাও হয়ে যাক ।
দুইজনে মিলে সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম । মাহাবুব ভাই কলোনীতে থাকা কালীন একটা ক্লাব করেছিলেন নাম - "জাগরণ সংগ" । ঐ ক্লাবের আমি নিজেও একজন মেম্বার ছিলাম । সবাই প্রতি মাসে ২০টাকা করে দিতাম এবং একবার উদ্দ্যোগ নিলো ক্লাবের নাম জার্সি কিনবে সবাই ৭০টাকা করে দিতে হবে, আমরা সবাই তাই করলাম কিন্তু কিছুদিন পর দেখলাম আমরা অনেকেই জার্সি পেলাম না পরে জানলাম মামুন ভাই ও বেলাল (টারজান) আমাদের অনেকের জার্সি তাদের বাসায় নিয়ে রাখছে , আর পেলাম না।
মাহাবুব ভাইকে পেয়ে পুরোনো সব স্মৃতি মনে পরে গেল । মাহাবুব ভাইয়ের বাড়ী কিশোরগঞ্জে , ঐখানে মাহাবুব ভাই কন্ডাক্টরী করে , মোটামুটি ভালই আছে । তার বড় ভাই আমেরিকায় থাকে এবং ছোট ভাইটা লন্ডনে থাকে , উনি নিজেও আমেরিকায় যাওয়ার জন্যে সব রকমের প্রস্তুতি নিচ্ছেন । উনি আমাদের গ্র্যান্ড আড্ডার অনেক প্রসংশা করলেন , অনেকদিন পর সবাইকে দেখতে পেলেন ।এবং fb-এর ফলে এখন অনেকের সাথে যোগাযোগ হয় । এই জন্যে আমাদের সবাইকে ধন্যবাদ দিলেন এবং ওনার জন্যে দোয়া করতে বললেন ।
( বি: দ্র: - মাহাবুব ভাইয়ের সাথে আড্ডার কারনে আমার অফিসে যেতে দেরি হয় , তার উপর আজ বৃহস্পতিবার । যার ফলে অফিসে fb-কে তেমন ঢুকার সময় পাইনি আর এখন সময় পেয়ে দিয়ে দিলাম ।)

No comments:
Post a Comment