বুবুর পোস্ট সময়োপযোগী। কিন্তু,unfortunately এই পোস্টেও শুধু তারাই কমেন্ট করছে,যারা active. এই লাইক/কমেন্টস নিয়ে হিসাব করাটা আমি personally লাইক করিনা। তবে, অস্বীকার করবো না,লাইক/কমেন্টস পেলে অবশ্যই ভালো লাগে। ভালো লাগাটা আমাকে "priority" দেওয়াকে ঘিরেই। তবে,কেন কম লাইক/কমেন্টস পড়লো, সেটা নিয়ে "গ্রুপিং হয়" টাইপের অভিযোগ শুনলে মেজাজ খারাপ হয়। ভালো বা মজার লিখা বা কমেন্টসে লাইক দিতে কেউ কার্পণ্য করেনা বলেই আমি বিশ্বাস করি। এই পেজে যারা "সক্রিয়" নন,তাদেরকে আমি সক্রিয় বলবো। সক্রিয় এই জন্যই বলবো যে,তারা এই পেইজ লাইক না করলে চলে যেতেন। আনেকেই আছে,যারা silent observer. আমি নিজেও প্রথম দিকে এমন ছিলাম। ২০১০ এ SSF এ পোস্টিং হওয়ার পর সংগত কারনেই ফেসবুক থেকে সরে আসি। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে সিংগাপুর গেলে একজন কমেন্ট করেন,"কি রে,বুইড়া বেটারে কি protection দেস!!"। অযাচিত এমন মন্তব্য আমার পেশার জন্য ক্ষতিকারক।তাই ফেসবুক একাউন্ট deactivate করে দেই। এরপর বহুদিন পর নতুন একাউন্ট খুললেও মোটে ২০/২৫ জন আমার ফেবু ফ্রেন্ড ছিলো।(CSM এ join করার পর সংখ্যাটা ২০০+)।এই ২০/২৫ জন ফ্রেন্ডের mutual friend ছিলো আমার পরিচিত সবাই।তাই ছদ্মনামে কোনো প্রোফাইল পিক ব্যবহার না করেও আমি সবার খোঁজখবর পেতাম ফেসবুকের মাধ্যমেই। এই গ্রুপে শুরুতে silent observer থাকার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। হাত নিশপিশ করেছে। ১/২ টা কমেন্ট করতেই সবাই ছদ্মবেশী বাঙালীর পরিচয় জানতে চেয়েছে। গ্রুপের পরিবেশ ভালো ছিলো আর নিজের ভাই/বোনদের কাছে পরিচয় গোপন রাখা অযৌক্তিক বিধায় নিজেকে মেলে ধরেছি।
আমার পরিবারের কাছে আমি যেমন comfortable, এই পেইজেও আমি তেমন comfortable. আমার মতো অনেকেরই বিভিন্ন যৌক্তিক কারনেই silent থাকেন।(যদিও আমি silent না). আমার পেশায় নানা restriction আছে। তাই আমাদের মতো বিচিত্র প্রাণী যাদের ফ্রেন্ডলিস্টে আছে,তাদেরকে ফেসবুকে খুব একটা active থাকতে দেখা না গেলেও they are good followers and I tell you, they are keen observers too.
কলোনি আমাদের সবার কাছেই স্পর্শকাতর একটা বিষয়।সবারই একই ইমোশন কাজ করে এই কলোনিকে ঘিরেই।কেউ এই পেইজে সক্রিয় মানেই এই না যে, কলোনীর প্রতি তার টান বেশি। আমার খুবই শ্রদ্ধেয় একজন বড়ভাই পলাশ ভাইও কিন্তু এই পেইজে কমেন্ট করেন খুব কম। তার মানে এই না যে, কলোনির প্রতি তার টান কম।অল্পদিনের জন্য বাংলাদেশে এসে তিনি দুনিয়ার সবার সাথে দেখা করেছেন,আড্ডায় এসেছেন,even রাত তিনটায় যখন রান্নাবাটির কাজ হচ্ছিলো,তখন ও। এই পেইজে পোষ্ট দেননা বলেই কি তিনি active নন,বলা যাবে? না। এমন অনেকেই যেমন আছেন, তেমনি ব্যস্ততা, shyness সহ নানাবিধ কারনে ৬৩০+ মেম্বারদের সবাই এখানে রেগুলার না।এখানে যারা active, তারা লিখেন বলেই silent member রা আনন্দ পান। তাই লাইক/কমেন্ট নিয়ে কামড়াকামড়ি বাদ দিয়ে যার লিখার,সে "হেঁইয়ো" বলে লিখা continue করলেই লেঠা চুকে যায়। এই পেইজ আগের চেয়ে অনেক vibrant এখন। সুন্দর পরিবেশ বজায় থাকলে silent মেম্বাররাও vibrant হবেন বলে আমি মনে করি।
পরিশেষে,বুবুর পোস্টে কমেন্ট করতে গিয়ে লিখার সাইজ বড় হয়ে যাওয়ায় পোস্ট হিসেবে দিয়ে দিলাম। অগোছালো লিখার জন্য কেউ কিছু মনে করলেও আমার কিছু করার নাই। এই পেইজ আমার বাপের বাড়ি। বাসায় লুঙ্গী পড়ে খালি গায়ে ঘুরে বেড়াতে যেমন অস্বস্তি লাগেনা,তেমনি এই পেইজে মনের খুশিমতো বকবক করতেও অস্বস্তি লাগে না।
No comments:
Post a Comment