আমাদের বিল্ডিং এর দোতলায় থাকতেন ইরফান ভাই।লেখাপড়ায় ভাল কিন্তু কেমন যেন রহস্যময়। উনার সব রহস্য যেন আমাকে দেখলে শুরু করেন।আশেপাশের সবাই উনাকে ভদ্র ছেলে বলেই জানেন।প্রতিদিন সকাল এ আমি যখন স্যারের বাসায় প্রাইভেট পড়তে যাই, উনি তখন ভার্সিটি তে যাবার জন্য বের হয়ে যান।এমন ভাব করেন যেন আমার দিকে তাকাবার কিংবা কেমন আছি জিজ্ঞেস করবার সময় নাই উনার।
উনি বি বি এ র ছাত্র ছিলেন বলে আমি উনার কাছে একাউন্টিং পড়তে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততা র অজুহাতে আমাকে পড়ান নি।খুব কষ্ট হয়েছিল কিন্তু কাউকে বলিনি।
হঠাত একদিন শুনলাম উনার নাকি খুব অসুখ। দেখতে যেতে ইচ্ছা করছিল কিন্তু উনি যদি খারাপ ব্যবহার করেন কষ্ট পাব,তাই যাই নি। স্যানমারে একদিন আমার বান্ধবী সিমির সাথে ঘুরছি, দেখি ইরফান ভাই রিপোর্ট নিয়ে হাটছেন। সামনে আসতেই জিজ্ঞেস করলাম, কেমন আছেন ইরফান ভাই? আপনার নাকি অসুখ!
হুম, ঠিকই শুনেছ। দেখো না এত গুলো টেস্ট করালাম অথচ ডাক্তার বলছেন, সব ঠিক আছে।কোন সমস্যা নাই। আর আমি ভেবেছি, কঠিন কোন অসুখ করবে, আমি আর ভাল হব না।এমন সময় আমার জীবনে কেউ আসবে যার কারনে আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করবে। কিছুই ত হল না।
আমি মনে মনে খুশি হই আবার বিরক্ত হই উনার আতলামি দেখে।
একদিন আমি বারান্দায় দাড়িয়ে আছি।হঠাত একটা সুতাতে ঝুলানো কাগজ।তাতে লিখা, তোমার কি সময় হবে? আমার কিছু কথা ছিল তোমার সাথে।
আমি কাগজ টা টান দিলাম কিন্তু ছিড়লাম না।উনি বোধহয় বুঝতে পারলেন। সুতা টেনে নিলেন।
সেদিন রাতে আমার ঘুম হল না। সারারাত খালি মনে হল কি কথা ওনার আমার সাথে।
No comments:
Post a Comment