Friday, April 8, 2016

চারিদিকে যেভাবে রেড এলার্ট জারি হয়েছে তাতে মনে হয় আর আত্মগোপন করে থাকতে পারবো না


চারিদিকে যেভাবে রেড এলার্ট জারি হয়েছে তাতে মনে হয় আর আত্মগোপন করে থাকতে পারবো না। প্রথমে Nazmul Huda ভাই খুলশি থানায় জিডি করলো। তারপরে Ishrat Jahan Shaila মিরপুর পল্লবি থানায় মামলা করে। পরে Chand Sultana বন্যা পরপর দুইদিন পত্রিকায় নিখোঁজ সংবাদের বিজ্ঞাপন দিলো। সবশেষে Towsif Noor Kabbo ধরিয়ে দেওয়ার জন্য রীতিমত পুরষ্কার ঘোষনা করেছে। আর Umama Iqbal তো আমারে বাদ দিয়ে গৃহমন্ত্রীরে ম্যানেজ করে ফেলছে। মোটামুটি ভাবে আমার আত্মগোপনের পরিধি দিনদিন ছোট হয়ে আসছে। তাই নিজেই আত্মসমর্পন করলাম। আর একটা কথা আমি আত্মগোপন থাকলেও আমি চুপিচুপি সব কিছু দেখতাম। একটু পর পর পেইজে ডু মারতাম। আর মজার কমেন্টস, পোষ্ট দেখলে আপন মনে হাসতাম। আপনাদের সবাইকে জানাতে চাই এই পেইজে আছি, থাকবো। তাই সাবিনা ইয়াসমিনের গানের সুরে বলতে চাই,
"আমি আছি থাকবো,
ভালবেসে মরবো।
দোহাই লাগে তোমার
আমারে ছাইড়া যাইওনা।"

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss