Monday, May 16, 2016

দু দিন পরপর নন ইস্যু কে ইস্যু করে আজাইরা চিল্লাফাল্লা না করলে বোধ হয় আমাদের ভালো লাগেনা


দু দিন পরপর নন ইস্যু কে ইস্যু করে আজাইরা চিল্লাফাল্লা না করলে বোধ হয় আমাদের ভালো লাগেনা।এই সব ননইস্যুর জন্য সব কিছু কি থেমে গেছে, মাস শেষে কি কারো বেতন বকেয়া পড়েছে নাকি ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে? এমন একটা অবস্থা সৃষ্টি হইছে মনে হচ্ছে যেন এই ভার্চুয়াল জগত টাই যেন সব। এ জায়গা টায় থাকি কিছু নির্মল আনন্দ লাভের জন্য, কিছু সুখ দু:খ আনন্দ বেদনা আর মজার বা কষ্টের স্মৃতি শেয়ার করার জন্য। এখানে এইসব কেওয়াজ আর ভালো লাগেনা।

ধুর....।

আর সবার প্রতি বিনীত ভাবে হাত জোড় করে অনুরোধ করছি দয়া করে এইসব নন ইস্যু টাইপ পোস্টে আমাকে ট্যাগ করবেননা, প্লিজ।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss