Monday, May 16, 2016

দু' বছর আগের কথা


দু' বছর আগের কথা । আরিন সবে নার্সারীতে ভর্তি হয়েছে ।বেশ অনেক দিন ক্লাস করার পর একদিন আরিন আমাকে আক্রমন করে বলল ,আম্মু তুমি আমার নাম পাটায়ছ (নাম change)? টিচার আমাকে আরিন না ডাকি আররাফ ডাকছে (ওর নাম মোঃ আররাফ আরিন) ।আমাকে ঝুনুর আপার ছেলে বলছে ?আমি তো পুত্রের কথা শুনে অনেক্ষণ হাসলাম ।এখন পুত্রধন আমার একটু বড় হয়েছে । এখন সে Wi fi ,games ,share it ,friend নিয়ে busy থাকে ।কয়েক মিনিট পরপর আমার কাছে আসে আদর নিতে । আর আমার মুখের সাথে মুখ ঘষা দিয়ে বলবে ফর্সা নিচ্ছি ।আগে গোসল করানো সময় একটি কথা প্রায়ই বলত আম্মু তুমি আমাকে ডুলি ডুলি ঘুশি ঘুশি ফর্সা করে দাও । পাগল একটা আমার ।আচ্ছা ও যখন বড় হবে তখন এমন থাকবে তো ?আমাকে সব সময় ভাল বাসবে তো ?এখন তো যুগ ডিজিটাল । তাই ভয় লাগে । পুত্রধন আমার না ডিজিটাল হয়ে যায় । খাল পাড়টা যদি এখানে থাকতো তবে আরিনকে খাল পাড় চিনাতাম । বুঝাতে চেষ্টা করতাম ,খাল পাড়টা কি জিনিস ? আমাদের যুগে ডিজিটাল কিছু না থাকলে ও আমরা মানুষ কিন্তু নির্ভেজাল ।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss