আজ সকালে Farhana Sammi Farhana Sammi একটি পোস্টের মাধ্যমে কার কোন জায়গা প্রিয়, অর্থাৎ সাগর না বন নাকি পাহাড় প্রিয় জানতে চেয়েছে। আমার বরাবরই সাগর খুব প্রিয়। আমার কিছু পোস্টে বিষয়টি উল্লেখও করেছি। তারপরও আজ শাম্মির পোস্ট টি পড়ে সাগরের প্রতি আরো তীব্র আকর্ষণ হচ্ছে।
আমার ব্যক্তিগত কাজে কিছুদিন ধরেই চিটাগাং যাবো যাবো করছি। সময় করে উঠতে পারছিনা। হয়ত যে কোন সময় যেতে পারি। তখন আশা করি চিটাগাং বাসি ভাইদের সাথে একটি ন্যানো ( মিনিরও ছোট সংস্করণ) আড্ডা হতে পারে। আচ্ছা সেই আড্ডা টি কি পতেঙ্গা বীচে দেওয়া সম্ভব?
No comments:
Post a Comment