একটা কাজ করতে হবে,টাকা দরকার,অনেক টাকা। হাতে এক কানাকড়িও নেই। এদিক সেদিক উদভ্রান্তের মত টাকার জন্য ঘুরে বেড়াতে লাগলাম। অবশেষে টাকা যোগাড় হলো। তার মাঝে একজন থেকে চারশত টাকা নিয়েছিলাম। এরপর এই জীবনে কত চারশ টাকা হাতের উপর দিয়ে এলো আর গেলো, কিন্ত ঐ চারশ টাকা আর ফেরত দেওয়া হয়নি শুধুমাত্র আমার নিজের অবহেলা আর গাফলতির কারনে। টাকা প্রদানকারী কলোনির ঐ মুরুব্বি স্থানীয় ব্যক্তির সামনে পড়লে লজ্জায় পড়তে হয় আবার টাকা টি ফেরত দিতেও সংকোচ লাগে এই কারনে যে, এতদিন পরে টাকা ফেরত দিতে গেলে উনি কিছু মনে করেন কিনা।এদিকে আজ থেকে বাইশ তেইশ বছর আগের চারশ টাকা তৎকালীন বাজার মূল্য অনুযায়ী অনেক টাকা। সব মিলিয়ে এই ব্যাপারটি নিয়ে আমি সবসময় এক ধরনের লজ্জায় ও হীনমন্যতায় থাকি।
পরিশিষ্ট, এত কষ্ট করে টাকা যোগাড় করে সেদিন যে কাজ টি করতে চেয়েছিলাম তার রেজাল্ট পাইনি কোনদিন আর পাবোওনা কোনদিন।
No comments:
Post a Comment