এই লেখাটি গত বছর জুলাই বা আগস্টের দিকে লিখেছিলাম আমার টাইমলাইনে, উল্লেখ্য এই লেখাটিই ছিল আমার কলোনি নিয়ে উল্লেখ করার মত স্মৃতি চারন মূলক প্রথম পোস্ট।পরবর্তিতে এই সিএসএম পেজে লেখাটি আবার দেই, দুর্ভাগ্যবশত লেখাটি কিছুদিন পর ডিলিট হয়ে যায়। সকলের অনুমতি প্রার্থনাপূর্বক লেখাটি আবার পোস্ট করছি।
কলোনিতে কারেন্ট চলে যাওয়া মানে আমাদের কাছে ছিল চাঁন রাতের মত, এমনই এক অন্ধকার চাঁন রাতে আমি, মনিরুল,দুলি আর মরা রাশেদ ( মোর্শেদ ভাইয়ের ছোট ভাই) তৎকালীন ছাত্রলীগ নেতা কে বি এম শাহজাহান (C9)ভাইদের ডাব গাছ থেকে ডাব চুরি করতে গেছি, তুলনামূলক ওই গাছটি একটু নীচু ছিল।আমাদের মাঝে শুধু রাশেদই গাছে উঠতে পারে। তাই রাশেদ কে গাছে তুলে দিয়ে বাকী আমরা তিনজন একটু দূরেই সোনালি ব্যাংকের পিছনে চুপচাপ বসে আছি, একটু পরেই ধূপ করে শব্দ, তার মানে আমরা ধরে নিয়েছি রাশেদ উপর থেকে ডাব ফেলেছে। আমরা তিনজনই গাছের কাছাকাছি গিয়ে অন্ধকারে কোন ডাব দেখতে না পেয়ে উপরে গাছের দিকে তাকিয়ে রাশেদ কে উদ্দেশ্য করে বললাম রাশেদ ডাব কই ফেলছস, কয়েক সেকেন্ড পর নীচের অন্ধকার ঝোপ থেকে রাশেদের কাতর কন্ঠ স্বর "অডা ডাব ন ফরে, আঁই ফরি গি" ( ডাব পড়ে নাই, আমি পড়ে গেছি)। এর মধ্যেই শাহজাহান ভাইদের বাসা থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, কোন মতে মৃদু আহত রাশেদ কে টেনে হিচড়ে আবারো সোনালী ব্যাংকের পিছনে লুকিয়ে থাকলাম।
No comments:
Post a Comment