Tuesday, May 3, 2016

আমাদের সকুলের গেইটাও চেঞ্জ হয়ে গেছে


আমাদের সকুলের গেইটাও চেঞ্জ হয়ে গেছে।আমার আগের গেইটাই ভাল লাগতো।খুব মনে পড়ে সেই দিনের কথা।যখন এসেন্মলি হতো পিটি স্যার বলে দিত সবাইকে আট টার আগে সকুলে ঢুকতে হবে আর না হলে গেইটের বাহিরে দাড়ায় থাকতে হবে।আমি অনেকবার গেইটের বাহিরে দাড়ায় থাকতাম।পারতাম না আগে আসতে।আবার আসলে অনেক লাইন ধরতাম না আমরা কয়জন ক্লাসে বা বাথরুমে লুকায় থাকতাম।অনেক রোদ হলে তাই-ই করতাম।কিনতু বাদলবাবু স্যার এসে চেক করতো।ধরাও কাইচি বহুবার।পরে যখন নাইন/টেনে তখন আমরাইতো জাতীয় সংগীত গাইতাম।ও অনেক মজার দিনগুলা সব হারায় গেল।আবার ছেলেদের এসেম্লির সময় ছিল আমাদের টিফিন টাইমে।তখন কত বদমাইশি করতাম।পিটি স্যার বলতো ছেলে লাইন চলাকালীন সময় মেয়েরা বের হবে না।কিনতু তারপরও আমরা বের হতাম।আমি তো অনেক সময় টিফিন পিরিয়ডে বাসায় জেতাম যে আর আসতাম না।এ রকম অনেকবার করেছি।আর আমরা পিছনে জানালা দিয়ে দেখতাম বড় ভাইয়েরা কবরস্থানের ওদিকে টিন টপকিয়ে সকুল পালাচছে।আর খালের পাড়ে,বইজ্জার বাগানে বসে টাস খেলছে।


আমার নিজের বড় ভাইকে কতবার ডেকে আনতাম,তখন আমি টুতেবা থ্রিতে পড়তাম।এখন সিএসএম পেইজে ঢুকলো মনে হয় কলোনিতেই আছি।আমি বলবো Fbকারনে আমি আমার পুরানো সেই কলোনি আর খুব ভাল ভাল ভাইবোনদের পেয়েছি।যারা খুবই আন্তরিক এই পেইজ বুকের কাছে আজ আমি কৃতজ্ঞ। আমাদের সকুল আর কলোনি হল আমাদের জীবনের একটা অংশ।মে,জুন জুলাই ২০০০ সালের এ শেষ তিনমাস আমরা কলোনিতে ছিলাম সবাই বলতো কলোনি ছেড়ে চলে জেতে হবে।আমি মনে করতাম হয়তো এমনিতে বলছে পরে সবাইকে থাকতে দিবে।আবার ষটীলমিলস চালু হবে কিনতু না আমার ধারনা ভুল ছিল অগাস্টের এক তারিক আমরা সবাই বাহির হয়ে যায়।অনেক কষট পাইচিলাম।তখন ১১ই জুন ২০০০ সালে আমাদের এসএসসি রেজাল্ট দিয়েছিল।ভাল রেজাল্ট ভাল হওয়া সওেও আমাদের মনটা অনেক খারাপ ছিল,কারন কলোনি থেকে চলে জেতে হবে।কে,কোথায় গিয়েছে জানতাম না।কিনতু এখন আমরা সবাই একসাথে।।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss