১৫/২০ দিন থেকে বুকের বাম পাশে ব্যাথা হচ্ছিলো পাত্তা দেই নাই। মনে করেছিলাম গ্যাস্ট্রিকের ব্যাথা। গতপরশু Shadiqul Hoque Polash ভাইয়ের পোস্ট পরে মনে খটকা লাগে। গতকাল সন্ধ্যায় ব্যাথাটা বেরে গেলে স্থানীয় একটা ক্লিনিকে ইসিজি করাতে যাই। ইসিজি তে হার্টের সমস্যা ধরা পরে। ডাঃ কিছু অসুধ লেখে দেয় এবং উপদেশ দেয় একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে। বিষয়টা আমার বন্ধু ডাঃ Abdus Samadএর সাথে আলোচনা করি এবং তার কাছে ইসিজি রিপোর্টের ছবি সেন্ড করি সে সেটা দেখে একই সমস্যার কথা বলে যা স্থানীয় ডাঃ বলেছিলো। গতকাল রাত থেকে দুইটা অসুধ শুরু করেছি। ব্যাথা কিছু কম। সবাই আমার জন্য দোয়া করবেন বড় ধরনের কোনো হার্টের সমস্যা থেকে যেনো আল্লাহ আমাকে রক্ষা করেন। মনের দিক থেকে অনেক দুর্বল হয়ে পরেছি। আল্লাহ তুমি রহম করো।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment