Saturday, May 28, 2016

১৫/২০ দিন থেকে বুকের বাম পাশে ব্যাথা হচ্ছিলো পাত্তা দেই নাই


১৫/২০ দিন থেকে বুকের বাম পাশে ব্যাথা হচ্ছিলো পাত্তা দেই নাই। মনে করেছিলাম গ্যাস্ট্রিকের ব্যাথা। গতপরশু Shadiqul Hoque Polash ভাইয়ের পোস্ট পরে মনে খটকা লাগে। গতকাল সন্ধ্যায় ব্যাথাটা বেরে গেলে স্থানীয় একটা ক্লিনিকে ইসিজি করাতে যাই। ইসিজি তে হার্টের সমস্যা ধরা পরে। ডাঃ কিছু অসুধ লেখে দেয় এবং উপদেশ দেয় একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে। বিষয়টা আমার বন্ধু ডাঃ Abdus Samadএর সাথে আলোচনা করি এবং তার কাছে ইসিজি রিপোর্টের ছবি সেন্ড করি সে সেটা দেখে একই সমস্যার কথা বলে যা স্থানীয় ডাঃ বলেছিলো। গতকাল রাত থেকে দুইটা অসুধ শুরু করেছি। ব্যাথা কিছু কম। সবাই আমার জন্য দোয়া করবেন বড় ধরনের কোনো হার্টের সমস্যা থেকে যেনো আল্লাহ আমাকে রক্ষা করেন। মনের দিক থেকে অনেক দুর্বল হয়ে পরেছি। আল্লাহ তুমি রহম করো।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss