আর ভাল লাগে না । আজ সারাদিন স্কুলে কাটাইলাম ।কাল থেকে স্কুল ছুটি শেষ ।মানিক ভাই গত মাসে মেসেজ দিছিল চিটাগাং আইসবো ১২ .১৩ তাং ।কই ?তিনি তো গত দেড় মাস ধরি busy ফল ফুরুট এর ছবি লই ? আরে কিল্লাই মিছা স্বপ্ন দেখায়ছেন ?শুধু শুধু আর ১২০০ টাকা খরচ হইছে নতুন ডেরেস বানাই । আর আমগো আতিক ভাই কইছিল আরে ডাল ভাত খাওয়াই বো । আই বলছিলাম বিরানী খামু । তিনি কইছিলেন খাওয়ামু । এই মাসে রোয়ানু সাবরে লই ঢাকাত তুন চাঁটগা আইছেন ।but আমারে বিরানী খাওনের কতা ভুলি গেছেন গই ? কি দরকার আছিল আরে জিহবাত পানি ফালনের । আর নিরু ভাই কতা কমু নি ?তিনি আরে কি কইছিলেন ? নিরু ভাই এর যদি . . . . . . থাক তারে আর শক্ত কতা কমু না । হার্টের রুগী । আতিক্কা কিছু হই গেলে তো আরে উত্তম মইধ্ধম দিবেন আন্নেরা বেবাকে ।কেউ কতা রাখে না । ;-(
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment