Saturday, May 28, 2016

আর ভাল লাগে না


আর ভাল লাগে না । আজ সারাদিন স্কুলে কাটাইলাম ।কাল থেকে স্কুল ছুটি শেষ ।মানিক ভাই গত মাসে মেসেজ দিছিল চিটাগাং আইসবো ১২ .১৩ তাং ।কই ?তিনি তো গত দেড় মাস ধরি busy ফল ফুরুট এর ছবি লই ? আরে কিল্লাই মিছা স্বপ্ন দেখায়ছেন ?শুধু শুধু আর ১২০০ টাকা খরচ হইছে নতুন ডেরেস বানাই । আর আমগো আতিক ভাই কইছিল আরে ডাল ভাত খাওয়াই বো । আই বলছিলাম বিরানী খামু । তিনি কইছিলেন খাওয়ামু । এই মাসে রোয়ানু সাবরে লই ঢাকাত তুন চাঁটগা আইছেন ।but আমারে বিরানী খাওনের কতা ভুলি গেছেন গই ? কি দরকার আছিল আরে জিহবাত পানি ফালনের । আর নিরু ভাই কতা কমু নি ?তিনি আরে কি কইছিলেন ? নিরু ভাই এর যদি . . . . . . থাক তারে আর শক্ত কতা কমু না । হার্টের রুগী । আতিক্কা কিছু হই গেলে তো আরে উত্তম মইধ্ধম দিবেন আন্নেরা বেবাকে ।কেউ কতা রাখে না । ;-(

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss