Saturday, May 28, 2016

গতকাল Ria Momin চাচির আমন্ত্রনে KEPZ rest house এ যাওয়ার পরে


গতকাল Ria Momin চাচির আমন্ত্রনে KEPZ rest house এ যাওয়ার পরে আমাদেরকে অনেক নাস্তা, আপেল, লিচু, চা খেতে দিল। এই সময় KEPZ এর GM মহোদয় আসলো। উনি আসার সময় জাম নিয়ে আসলো। আর বললো এই জাম সিএসএম মজসিদের পাশের গাছের। ঈমাম হুজুর উনাকে দিয়েছে। সবাই খেলাম। খাওয়ার পরেও অনেক জাম রয়ে গেলো। Mdnurul Kabir Niru ভাই Taskiatun Nur Tania 'র কথা বলে চাচীর কাছ থেকে অবশিষ্ট জাম গুলো চেয়ে নিলো। কিন্তু বাহিরে এসে দেখলাম উল্টোটা।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss