Saturday, May 7, 2016

দুপুর ১২ টায় ঢাকা এসে চন্দন চাচী আর আতিক ভাইয়ের আব্বা আম্মার সাথে দেখা করে যশোর পৌছলাম এখন


দুপুর ১২ টায় ঢাকা এসে চন্দন চাচী আর আতিক ভাইয়ের আব্বা আম্মার সাথে দেখা করে যশোর পৌছলাম এখন| কাছের মানুষদের কাছ থেকে বেশিদিন দূরে থাকা যায় না| এক ঘন্টা ছিলাম চন্দন চাচীর সাথে| বহু বছর পর চাচী আমাকে দেখলেন| চাচীর সাথে শেষ দেখা হয় ৯৩/৯৪ সালে| আমার বয়স তখন ৯/১০| এতো বছর পর দেখা !! খুব ভালো লেগেছে| চাচীর আন্তরিকতা কমেনি একটুও| গান শুনতে চাইলেন চাচী | হেঁড়ে গলায় তিনটা গান শুনালাম চাচীকে| tongue emoticon আসার সময় চাচী হালুয়া আর পিঠা প্যাক করে দিলেন তাড়াহুড়োয় খেতে পারিনি বলে | এই আন্তরিকতা csm ছাড়া অন্য কোথাও সম্ভব না| আসার পথে আতিক ভাইয়ের বাসায় গিয়ে চাচা চাচীর সাথে দেখা করে আসলাম| দরজা থেকে বিদায় নিয়ে এসেছি সময় ছিলনা বলে| খারাপ লেগেছে দু'মিনিটের মাথায় চলে আসতে |আবার আসবো ইনশাআল্লাহ্‌ | সময় নিয়ে আসতে পারলে ভালো লাগতো |

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss