কাল চন্দন চাচির বাসায় গেলাম আমি আর শর্মি। চাচির বাসাটা মেলা ভিতরে।চাচি নিচে দাঁড়িয়ে ছিলেন,আমরা বাসা চিনবনা বলে।এসে সালাম করলাম।জড়িয়ে ধরলেন।পরে বাসায় ঢুকে আব্বা আম্মার ছবি দেখালাম,দেখে পরে ভাল করে চিনলেন। ছুটোছুটি শুরু করে দিলেন কি খাওয়াবেন। কিসের যেন বড়া বানিয়েছিলেন, সন্দেশ আর কোক খেতে দিলেন। আরো কি খাওয়াবেন শুধু তাই বলছিলেন। মেয়েটাকে নিয়ে একা থাকেন। পরিপাটী ঘর। ভাবছিলাম বয়স আর সময় মানুষ কে কি বানায়। শুনেছি খুব স্টাইলিশ ছিলেন। তার ছিটেফোঁটা নেই। বাইরে যাবেন,যা পরা ছিলেন তা পরেই আমাদের সাথে বের হলেন। কাল গাড়িটা হঠাত ডিস্টার্ব দিচ্ছিল বলে গাড়ি নিয়ে যেতে পারিনি। সিএসজিতে করে শায়লার বাসা অব্দি আসলাম। খুব জোর করছিলেন আমাদের ভাড়াটা দিয়ে দিবেন। জোর করেই থামালাম। কিন্তু বললেন একদিন সময় করে যেতে, উনি রেঁধে খাওয়াবেন। এটাই ভালবাসা যা শুধু মায়েদের কাছেই পাওয়া যায়। উনি খুব খুশি সবাই খোজ নিচ্ছে,যাচ্ছে। উনি বললেন আমি ত অর্ধেক সুস্থ হয়ে গেছি। আল্লাহ উনাকে সুস্থ করুন মনেপ্রাণে তাই চাচ্ছি।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment