আজ এখন থেকে ৯ ঘন্টা আগে আমার খুব কাছের মানুষ জনাব আনিসুর রহমান রেজা একটি পোস্ট করছিল, খুব ই মজার আমি রেজার মামাতো ভাই সজল কে ও ভাল ভাবে চিনি বা জানি।খুব মজা লাগলো পড়ে, কিন্তু বন্ধু সময় বসে থাকে না সবিনয়ে বলছি আর নয় হেলা ফেলায় অনেক দিন পার করেছি, সেই সব ঘটনা যদি লিখা শুধু করি তা হলে অন্য সব বাদ দিয়ে আমাদের করা দুস্টামি কলোনি সেরা, কেউ জানুক বা না জানুক আমার বন্ধুরা খুব ভাল ভাবে ই জানে।এখানে বলে রাখা ভাল যে আমাদের বন্ধু মহল এ যে কোন কাজে এক জন না হয় এক জন যে কোন কাজে অভিজ্ঞ হেড মাস্টার ছিল।
আমি ভাই খুব খুব বোকা,অপরাধি,ঘুনাগার আল্লাহ যদি ক্ষমা করেন তাই চেস্টা করে যাচ্ছি বাকি আল্লার ইচ্ছা, তাই বন্ধুদের সবিনয়ে অনুরোধ করছি সব কর কিন্তু নামাজ রোজা বাদ দিয়ে নয়।বাকি কথা রেজার পোস্ট এর কম্মেন্টস এ
No comments:
Post a Comment