Sunday, June 12, 2016

বাসায় বউয়ের সাথে পয়সা খেলা রিতীমত টাকার বিনিময়ে


বাসায় বউয়ের সাথে পয়সা খেলা রিতীমত টাকার বিনিময়ে। পোলা আমার জন্য আল্লাহ্ আল্লাহ্ করছে। জুয়াতে আল্লাহ্ আল্লাহ করলে আল্লহ্ সাপোর্ট দেয় কিনা জানিনা, আমি এখনো চারশত বিশ টাকা লসে আছি। হা হা হা এই খেলা নিয়ে আমার পোলার সে কি চরম উল্লাস। মাঝপথে বউ আব্বা-আম্মাকে চা দিতে গেলো আর এই সময়ঠুকুও সে দিতে রাজি না। তার মাকে ডাকার জন্য কতোবার যে লেফএ রাইট করলো... এখন বিরতী চলছে নামাজের... খেলা জমছে ভালো... বউকে আজকে ফুতুর করতে হবে এট এনি কস্ট্।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss