রমজানের মাস সংযমের মাস। সংযম কতটুকু পালন করি জানি না। তবে এটা নিশ্চিত করে বলতে পারি অন্যান্য মাসের তুলনায় এ'মাসে খাবার দাবার আয়োজন থাকে সবচেয়ে বেশী। হ্যাঁ এমাসে সবকিচুতে একটা উৎসব উৎসব ভাব থাকে। এই উৎসব সবার মধ্যে একটা আবেগ তৈরী করে দে। আমরা যতই বলিনা কেন, এমাসে খাবারের অপচয় হয় সবচেয়ে বেশী। যাক এসব নিয়ে বেশী কিছু বলে আতেলের খাতায় নাম লেখাতে চাই না। আমি কোন জ্ঞানী নই, সবাই আমার উপদেশ মেনে চলবে কিংবা আমি কোন মাওলানা নই ফতোয়া জারি করে দিব বা এসব কথা আমার বলাও উচিত নয় কারন আমি নিজেই এসব মেনে চলি না। তবে এমাসের উৎসব রীতিকে আমি বেশ উপভোগ করি। সি এস এম কলোনীতে থাকা অবস্হায় ইফতার পার্টির মাধ্যমে এমাসটি বেশ উপভোগ্য ছিল। সারা মাসেই কোন না কোন ইফতার পার্টির মাধ্যমে সবার সাথে আড্ডা দেওয়া বা একসাথে ইফতার করার মাধ্যমে সম্পর্কের একধাপ উন্নতি ঘটত। সবচেয়ে ভালো লাগতো আমাদের সেসব ইফতার পার্টিতে হিন্দু, মুসলিম সবাই যোগদান করতো। আজ হয়ত সেসব স্মৃতি কিন্তু সেসব আনন্দদায়ক স্মৃতি আজীবন মনে থাকবে। যদিওবা অনেকের মতে এটাও একধরনের অপচয় কিন্তু আমি এ অপচয় দারুন পছন্দ করি।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment