মোটরসাইকেল তার দ্রুততা,ও সৌন্দর্যের জন্য সবার কাছে খুব আদরণীয় ও জনপ্রিয় ছিল|চিরসবুজ উত্তমের সাথে স্কার্ফ পরিহিতা সুচিত্রাসেনের স্বপ্নের বাইকযাত্রা এ বাহনটাকে আরো স্বপ্নময় করে তোলে|আমি নিজেও বাহনটাকে দারুন পছন্দ করি| কিন্তু এখন মোটরসাইকেল দেখলেই একটা ধাক্কা খাই|কষ্ট পাই | দেশ এখন প্রাণঘাতী মোটরে চলে...কোথায় থামবে এ যাত্রা কে জানে? শুধু প্রার্থণা দুরের কাছের স্বজনেরা যে যেখানে আছে ভাল থাকুক,নিরাপদে থাকুক||
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment