সবাইকে পবিত্র রমজানের আলোকিত শুভেচ্ছা|সংযমের মোহনীয় স্পর্শে সকলেই ভালো থাকবেন এটাই প্রার্থনা করি|যাঁরা ডায়াবেটিস বা প্রেশারের সমস্যায় তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন|হঠাৎ হয়ত রক্তে শর্করার মাত্রা বাড়লো বা পানিশূন্যতা ,লবণস্বল্পতা দেখা দিতে পারে|এজন্যে পূর্ণ বিশ্রাম,ঘুম,ধীরে কথা বলা,অতিরিক্ত তেল,ভাজাপোড়া না খাওয়া,ইত্যাদি মেনে চলা ভালো|সুষম সেহেরী ও ইফতার এবং নির্মল প্রার্থণায় সকলের রোজার দিনগুলো কাটুক আনন্দের সাথে,সুস্থতার সাথে| পরম করুণাময়ের মঙ্গলময় ছোঁয়া থাকুক সবার উপরে||
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment