সময় কারো জন্য অপেক্ষা করেনা। ২০০৭ এ মার্চে আমরা বিয়ে করেছিলাম। তখন হানিমুনে গিয়েছিলাম কক্সবাজার, সেন্টমার্টিন, ছেরাদ্বীপ অর্থ্যাত কক্সবাজার নিয়ে আশেপাশের সবগুলো জায়গায় আমার যাওয়া হয় তাকে নিয়ে। দুইজনে সারাদিনই বাইরে থাকতাম, বাইরেই খাইতাম কখনো টং এ কখনো ছালাদিয়ায় আবার কখনো হোটেল সি গার্ল। এই সময়টার সাথে আর কোন সময়েরই তুলনা হয়না। আমি ভাবতেই চাইছিলাম না কি হচ্ছিলো, আমি এমন এক ছেলে যে কিনা জীবনে প্রথম কোন মেয়েকে নিয়ে স্বাধীন ঘুরে বেরাচ্ছি। অতীতের কোন অভীজ্ঞতা যেহেতু ছিলোনা, আমিও নিজেকে তেমন কোন পরীক্ষার মুখোমুখি করালাম না, সত্যিকার অর্থে তাকে কোন সুযোগ দেই নি। সারাক্ষন ঘুরোঘুরী। প্রচুর ছবি তুলেছিলাম। তখনি বুঝলাম পোলাপান কেনো প্রেম করার জন্য এতো পাগল, পাশে একটা মেয়ে থাকলে নিজেরে মোগলে আজম মনে হয়।
পরের ছবিটা টকটকে লাল গেন্জি ২০১২ সালের আর তার পরের ছবিটাও লাল গেন্জি তারো এক বছর পরের গোপালগন্জে আমার এক কলিগের বিয়েতে নদীর পাড়ে ফড়িং ধরার চেষ্টা করছিলাম।
আমাদের জীবনটা বড়ই বিচিত্র এখন আর জীবনকে উপভোগ করার সময় খুজে পায় না। প্রতিটা সময় কখনযে চলে যায় বুঝতেই পারিনা।
এতো কিছুর মাঝেও গতো বছরের পর জীবনটা কেমন যেনো পাল্টে গেলো। এখন আর শুধু নিজেকে বা নিজের খুশি অথবা শুধুমাত্র নিজের পরিবারের কথাই ভাবতে ভালো লাগেনা। ভালো লাগে সবায়কে নিয়ে ভাবতে, পুরো সি এস এম কে নিয়ে ভাবতে। আমার বড়ই আশা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার, জানিনা আমার আশা পুরন হবে কিনা!!! তবে আমি আশাবাদী, চরম আশাবাদী....... আমি স্বপ্নচারী....
আমি...... আমি....... তো......

No comments:
Post a Comment