ফেসবুকের মাধ্যমে আমাদের কলোনীর হারিয়ে যাওয়া ভাই- বোনদের ফিরে পাওয়া।তারপর সিএসএমের পেজের সৃষ্টি। আজ আমাদের পেজে প্রায় ৭০০ মত সদস্য ভাবতে ভাল লাগে।পেজ সৃষ্টির আগে কলোনীতে থাকতে বা কলোনী থেকে বের হয়ে আমরা মনে হয় খুব কম ভাই বোন জন্মদিন পালন বা আরেকজনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু এখন পেজের মাধ্যমে আজ এক ভাই- বা বোনের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি ও কেক কাটছি।সবাই একএিত হচ্ছি।আমাদের এ পাওয়া আমাদের সিএসএম পেজের কারনে।
রেজা ভাই তার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে এবং ছোট বোন সাম্মির শুভেচ্ছা তার সবচেয়ে বড় পাওনা বলেছে।ছোট বোন সাম্মিকে অনেক ধন্যবাদ বোন।তোর ভাইদের প্রতি অগাধ ভালবাসার কারনে।
সব ভাই বোনের কাছে একটাই অনুরুদ। আমাদের এ বন্ধনন সব সময় অটুট থাকুক।করান এখানে আমরা আমরাইতো।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।সিএসএমের সাথেই থাকবেন।
No comments:
Post a Comment