Friday, July 29, 2016

আজ শুক্রবার। আমার ছুটির দিন


আজ শুক্রবার। আমার ছুটির দিন। কিন্তু আজকে সারাদিন দৌঁড়ের উপর ছিলাম। প্রতি শুক্রবার ছুটি থাকে বিধায় একটু দেরী করে ঘুম থেকে উঠি। আজকে দুপুরে কর্ণফুলি নদীর ঐ পাড়ে খোয়াজ নগরে একটা দাওয়াত ছিল তাই আজকে বেশিক্ষন ঘুমাইতে পারি নাই। সকাল ১১.৩০ পরিবারের সকল সদস্য নিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের সময় মনে মনে চিন্তা করলাম যদি খোয়াজনগর থেকে আসার পরে সময় পেলে স্কুলে যাব। কিন্তু নাজমুল ভাই ২.১৫ টায় ফোন দিয়ে বললো ভাত খেয়ে তাড়াতাড়ি চলে আয়। চারটায় আমরা রওনা দিবো। সবাইকে ফেলে আমি একা ৩.১৫ টায় রওনা দিলাম খোয়াজ নগর থেকে এবং ৩.৫০ টায় চৌমুহনীতে আসলাম। তারপর সেখানে চা খেয়ে সবাই মিলে রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে ২০ তারিখের বর্ষপুর্তি আলোচনা হলো। জাফর ভাই মুন বেকারি থেকে সবার জন্য নাস্তা নিয়ে আসলেন। শেষে চা খেলাম খোকন ভাইয়ের কাঠগড়স্থ বাসায়। পতেঙ্গা কাঠগড় থেকে আবার চৌমুহনী হয়ে বড়পুল সিটি হল কনভেনশন সেন্টারে। সেখানে শিমুলের ভাগিনার বিয়ে ছিল। বিয়ে খাওয়ার পর রাত ১০.১৫ টায় বাসায চলে আসলাম। সেখানে আরো কিছুক্ষণ থাকতাম কিন্তু মেয়ে অসুস্থ তাই একটু তাড়াতাড়ি চলে আসতে হলো। সারাদিন এত ব্যস্ত ছিলাম একটু টায়ার্ড লাগে নাই, সিএসএম এর সাথে ছিলাম বলে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss